নরেন্দ্র মোদী দ্বিতীয় বার প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হওয়ার পর দেশের সংবিধানের উপর ক্রমাগত আঘাত নেমে এসেছে, এমনটাই মনে করেন কংগ্রেসের জাতীয় নেতৃত্ব। তাই সংবিধানকে বাঁচাতে লড়াই করতে হবে, লড়াই করতে হবে দেশের অর্থনীতিকে বাঁচাতেও। সেই সুর শোনা গেল লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর গলায়।
কংগ্রেসের পশ্চিমবঙ্গের এই সাংসদ জানান, ‘লোকসভার আগামী অধিবেশনে আমরা নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯ -এর বিরুদ্ধে লড়াই জারি রাখবো।’ এটাই কংগ্রেসের দলগত অবস্থান এ কথা জানিয়ে বহরমপুরের সাংসদ বলেন, ‘দেশের সংবিধানকে বাঁচাতে আমরা লড়াই করবো। শুধু তাই নয় দেশের অর্থনীতিকে বাঁচাতেও লড়াই করবো আমরা।’ এই লড়াই সংসদের ভেতরেই লড়তে চান তারা। তাই লোকসভার আগামী অধিবেশনে কংগ্রেস আক্রমণাত্মক ভূমিকা নেবে বলেও জানান তিনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : এয়ার ইন্ডিয়ার মালিকানা বিক্রির সিদ্ধান্ত, কেন্দ্রকে আক্রমণ মমতার
এই মুহূর্তে দেশের অর্থনীতির অবস্থা শোচনীয় বলে এদিন জয়পুরে জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, কেন্দ্র সরকার সংখ্যার জোরে আঘাত হানছে সংবিধানের উপর এমনই অভিযোগ বিরোধীদের।