Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“আমাদেরকে একবার সুযোগ দিন, আমরা ৫ বছরে সোনার বাংলা গড়ে দেখাবো”, আর্জি শাহের

দুদিনের সফরে বর্তমানে বাংলাতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ২০২১ বিধানসভায় পশ্চিমবঙ্গকে টার্গেট করে এই সফর করতে এসেছেন। এই সফরের প্রথমে তিনি গেছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়ার আদিবাসীদের সমস্যা শুনতে। তারপর…

Avatar

দুদিনের সফরে বর্তমানে বাংলাতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ২০২১ বিধানসভায় পশ্চিমবঙ্গকে টার্গেট করে এই সফর করতে এসেছেন। এই সফরের প্রথমে তিনি গেছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়ার আদিবাসীদের সমস্যা শুনতে। তারপর তিনি পৌঁছেছেন মতুয়াদের বাড়িতে। এছাড়াও পণ্ডিত অজয় চক্রবর্তী সহ আরো অনেকের সাথে কথোপকথন করেছেন তিনি। এই সফরে অমিত শাহের ছায়াসঙ্গী হয়ে ছিলেন রাজ্য বিজেপির সমস্ত প্রথম সারির নেতারা। নির্বাচনী কলাকৌশল ঠিক করার সাথে সাথে তিনি বাংলার মানুষের কাছে আর্জি রেখেছেন যেন তারা এবারের বিধানসভায় বিজেপিকে একটা সুযোগ দেয়।

এদিন একটি প্রেস কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার মানুষদের উদ্দেশ্য করে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিচালিত এই বিজেপিকে একবারের জন্য সুযোগ দিন। আমরা কথা দিচ্ছি, আগামী ৫ বছরের মধ্যে সোনার বাংলা গড়ে দেখাবো। পশ্চিমবঙ্গের উন্নতি সাধন করা আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য যাতে আমরা পূরণ করতে পারি সেইজন্য আপনাদের কাছ থেকে সুযোগের আবেদন জানাচ্ছি।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিন অমিত শাহ আরো বলেন, নাগরিকত্ব আইন অর্থাৎ CAA সম্পূর্ণ ভাবে লাগু করা হবে। এবং এটা আমাদের প্রতিশ্রুতি। পশ্চিমবঙ্গে আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হবে ২০২১ বিধানসভা নির্বাচন। এবং সেই বিধানসভা নির্বাচনকে এই পাখির চোখ করে বঙ্গের বিজেপি নেতৃত্বকে চাঙ্গা করে তুলতে রাজ্যে এলেন অমিত শাহ। আজ অর্থাৎ শুক্রবার ছিল তার দু দিনের সফরের শেষ দিন।

অমিত শাহ এই প্রেস কনফারেন্সে বলেন, ” বিগত ২০১০ সালে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখে তাকে সুযোগ দিয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কোন প্রতিশ্রুতি এতদিনে পূরণ হয়নি এবং বাংলার মানুষের আশা সম্পূর্ণরূপে বৃথা গেছে।” তিনি আরো জানিয়েছেন, ” তৃণমূল সরকার করোনা সংক্রমনের সময়ও দুর্নীতি করে গিয়েছে। মানুষের কাছে তাদের পাওনা জিনিস পৌঁছানো হয়নি। আম্ফান ঝড়ের সময় অনেকে তাদের প্রাপ্য টাকা পাননি। মমতা সরকার এই সময় তিনটি আইন জারি করেছিল। একটি তার নিজের ভাইপোর জন্য, দ্বিতীয় টি তাদের ভোট ব্যাংকের জন্য এবং তৃতীয় টি সাধারণ বাঙ্গালীদের জন্য।”

তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অমিত শাহ বলেন, ” রাজনৈতিক খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ সবার উপরে। গত বছর ১০০ জন বিজেপি কর্মী নিহত হয়েছিলেন। কিন্তু তাদের মৃত্যুর জন্য কোনরকম তদন্ত করা হয়নি।” শাহ আরো বলেন,” বাংলা সমস্ত সীমানা সঠিকভাবে সুরক্ষিত নয়। বাংলায় ক্রমাগত অনুপ্রবেশ হয়েই চলেছে।”

এদিনের এই বক্তব্য দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, বিজেপি সরকার এই বছর বিধানসভা নির্বাচনকে একেবারে পাখির চোখ করে রেখেছে। বাংলাতে আসার জন্য বিজেপি বর্তমানে মরিয়া। এই কারণে, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির ভাবমূর্তিকে তুলে ধরতে এবং পশ্চিমবঙ্গে বিজেপির ভোটব্যাংককে আরো সুদৃঢ় করতে দুদিনের ঝটিকা সফর করে গেলেন।

About Author