টিভিতেই ছেলের মৃত্যুর খবর পান তিনি। অভিনেতার মৃত্যুর পর তাঁর পূর্ণিয়ার বাড়িতে একে একে মানুষ জড়ো হতে থাকেন। এদিন সকালে মুম্বাইয়ের বাড়িতে সুশান্তের পরিচারক পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। এরপর তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় বান্দ্রার একটি হাসপাতালে।We don’t think he committed suicide, police must investigate the matter. There seems to be a conspiracy behind his death. He has been murdered: Maternal uncle of #SushantSinghRajput, outside Sushant’s residence in Patna, Bihar. (14.06.2020) pic.twitter.com/aUO80KNZdf
— ANI (@ANI) June 15, 2020
‘আত্মহত্যা করেনি, তাঁকে খুন করা হয়েছে’, বিস্ফোরক দাবি সুশান্ত পরিবারের
এদিন রবিবার নিজের বাসভবন মুম্বাইয়ের বান্দ্রা থেকে উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। এই খবর শোনার পর ভেঙে পড়েছেন সকলে। তারকা থেকে সুশান্তের অনুগামীরা ভেঙে পড়েন তাঁর মৃত্যুর…

আরও পড়ুন