নিউজপলিটিক্সরাজ্য

“আমরা গান্ধীবাদী”, দিলীপের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা ফিরহাদ

Advertisement
Advertisement

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কনভয়তে এদিন করা হলো ইটবৃষ্টি। আলিপুরদুয়ারে জয়গাঁও তে সভা করতে যাচ্ছিলেন দীলিপবাবু। এখানেই অতর্কিতে তার কনভয়ের উপরে শুরু হয় ইট বৃষ্টি। তাকে দেখানো হয় কালো পতাকা এবং তার বিরুদ্ধে করা হয় গো ব্যাক স্লোগান। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, এই সমস্ত হামলার পিছনে রয়েছে রাজ্যের শাসক দল। কিন্তু এদিন দিলিপের এই অভিযোগ সম্পূর্ণ রূপে উড়িয়ে দিলেন কলকাতা পৌরসভার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেন, ” এটা কখনোই সমর্থন যোগ্য নয়। তৃণমূল এর সাথে কোন ভাবে জড়িত নেই। আলিপুরদুয়ারের ঘটনাতে প্রশাসন ব্যবস্থা নেবে। ”

Advertisement
Advertisement

নবান্ন সূত্রে খবর, এদিন জয়গাঁও তে দিলীপ ঘোষের কনভয় লক্ষ্য করে এক ব্যক্তি পাথর ছোড়ে। এক বিশাল সংখ্যক মানুষ তাকে কালো পতাকা দেখান। তার কনভয়ের তিনটি গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। তিনি জানিয়েছেন, ” জয়গাঁওতে ইট মারা হয়েছে। গো ব্যাক স্লোগান দিয়েছে। এটা নতুন কিছু না। বিজেপিকে বাড়তে দেওয়া হবে না। এইজন্য, রাজ্যের শাসক দল হিংসা ছড়াচ্ছে। আমার গাড়ি, সভাপতি, পর্যবেক্ষক এই হামলার শিকার। আদিবাসী মোর্চা সভাপতির গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমার উপরে এর আগেও হামলা করা হয়েছে।”

Advertisement

কিন্তু এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেছেন, ” যারা ভেঙেছে, তারা অন্যায় করেছে। প্রশাসন ব্যবস্থা নেবে। মাথা ভাঙা, গাড়ি ভাঙার রাজনীতি তৃণমূল করে না। আমরা গান্ধীবাদে বিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব সময় মানুষকে নিয়ে চলার কথা বলেন। তৃণমূল এর সাথে জড়িত নয়। আইন আইনের পথে চলবে।”

Advertisement
Advertisement

এই হামলা নিয়ে মন্তব্য করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি জানিয়েছেন, এই সমস্ত হামলাকে তিনি সম্পূর্ণরূপে ঘৃণা করেন। এই হামলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও তিনি জানিয়েছেন।

Advertisement

Related Articles

Back to top button