দীর্ঘ জল্পনা কল্পনার পরে অবশেষে প্রকাশিত হয়ে গেল ২০২৪ মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ। মধ্যশিখা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে চলতি বছরের ২ মে অর্থাৎ বৃহস্পতিবার প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর রাজ্যের ৯ লক্ষ্যেরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পর্ষদের বড় চ্যালেঞ্জ ছিল এবারে প্রশ্নপত্র ফাঁস হওয়া থেকে রোধ করা। সেই কারণে প্রশ্নপত্রে এবার কোড ব্যবহার করা হয়েছিল। এমনকি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে রাখা হয়েছিল নজরদারি।
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২ মে প্রকাশিত হতে চলেছে কারণ মে মাসের প্রথম তারিখটায় ছুটি থাকে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ২ তারিখেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। তবে ঠিক কখন আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে পর্ষদ ফল প্রকাশ করবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। কখন থেকে রেজাল্ট পাওয়া যাবে এবং কখন থেকে ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে সেটাও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পর্ষদের করাকরি থাকা সত্ত্বেও কিছু অসৎ পরীক্ষার্থী অনৈতিক পন্থা অবলম্বন করেছিলেন পরীক্ষার সময়। পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানো হয়েছিল। সেই কারণে বেশ কয়েকজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয়েছিল চলতি বছরের ১২ ফেব্রুয়ারি। অর্থাৎ ঠিক ৮১ দিনের মাথায় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমাধ্যমিকের রেজাল্ট দেখতে গেলে আপনাকে অবশ্যই সময়ের বিষয়টা খেয়াল রাখতে হবে। অনলাইন এবং অফলাইনে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। সকাল দশটার পর সংবাদ মাধ্যমের রেজাল্ট ঘোষণা করা হয়ে গেলে তারপর থেকে আপনারা অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন। Wbresult.nic.in ওয়েবসাইটে গিয়ে আপনারা মাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন।