Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা আতঙ্কের মধ্যেই ‘জাপানি জ্বর’-র সংক্রমণ, চিন্তা বাড়িয়েছে চিকিৎসকদের

করোনা ভাইরাসের আক্রমণে দিশেহারা অবস্থা সারা বিশ্বের। তার উপর আবার এসে উপস্থিত হয়েছে 'কাওয়াসাকি' বা জাপানি জ্বর। এই পরিস্থিতিতে দুশ্চিন্তা বাড়ছে চিকিৎসকদের। তবে, রয়েছে ভালো খবরও। হুগলির এক ছোট্ট শিশু…

Avatar

করোনা ভাইরাসের আক্রমণে দিশেহারা অবস্থা সারা বিশ্বের। তার উপর আবার এসে উপস্থিত হয়েছে ‘কাওয়াসাকি’ বা জাপানি জ্বর। এই পরিস্থিতিতে দুশ্চিন্তা বাড়ছে চিকিৎসকদের। তবে, রয়েছে ভালো খবরও। হুগলির এক ছোট্ট শিশু করোনা ও ‘কাওয়াসাকি’-কে হারিয়ে বাড়ি ফিরে এল। মাত্র ৪ মাসের এই শিশুটি করোনা ও কাওয়াসাকি-কে একসঙ্গে হারিয়ে কিছুটা হলেও আশার আলো দেখিয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগের উপসর্গ কিছুটা করোনার মতোই। একবার জ্বর হলে ছাড়ে না কিছুতেই। একইসঙ্গে জিভ ও ঠোঁট ফুটফুটে লাল হয়ে ওঠে। শরীরের বিভিন্ন জায়গায় র‍্যাশ ফুটে ওঠার পাশাপাশি ফুলেও ওঠে গলাও। সম্প্রতি এই রোগের প্রকোপ দেখা গেছে পশ্চিমবঙ্গেও। হুগলির এক মাস চারেকের শিশুর শরীরে দেখা যায় কাওয়াসাকি বা জাপানি জ্বরের এই লক্ষণগুলো। এরপরই তাকে ভর্তি করা হয় মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উপসর্গের লক্ষণ দেখে চিকিৎসকরা প্রাথমিকভাবে শিশুটি কাওয়াসাকি আক্রান্ত বলে মনে করলেও, পরবর্তীকালে তার শরীরে কাওয়াসাকি-র পাশাপাশি করোনাও ধরা পড়ে। মুকুন্দপুরের আমরি হাসপাতালের চিকিৎসক সৌম্যব্রত আচার্য সাংবাদিকদের জানান, তিন থেকে চার দিনের জ্বরের পাশাপাশি শরীরে র‍্যাশ থাকায় চিকিৎসকরা কাওয়াসাকি-র বিষয়ে নিশ্চিত হন। পরে তার শরীরে করোনা ধরে পড়ে। তবে বর্তমানে ভালো রয়েছে শিশুটি। স্বাভাবিক ভাবেই হাসছে খেলছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাত্র চার মাসের শিশুর একসঙ্গে কাওয়াসাকি ও করোনা আক্রান্ত হওয়ার ঘটনা বিরল। এই রাজ্যে এটিই প্রথম ঘটনা।

About Author