Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে জলকষ্ট, গোটা গ্রামের জন্য কুয়ো খুঁড়লেন এক দম্পতি

মহারাষ্ট্র : করোনা ভাইরাসের প্রভাবে দেশ জুড়ে জারি আছে লকডাউন। আর লকডাউনের ফলে কাজ বন্ধ সাধারণ দিন আনি দিন খাই শ্রমিকদের। বাড়ির বাইরে গিয়ে কাজ করতে পারছেন না কেউই। এই…

Avatar

মহারাষ্ট্র : করোনা ভাইরাসের প্রভাবে দেশ জুড়ে জারি আছে লকডাউন। আর লকডাউনের ফলে কাজ বন্ধ সাধারণ দিন আনি দিন খাই শ্রমিকদের। বাড়ির বাইরে গিয়ে কাজ করতে পারছেন না কেউই। এই অবস্থায় বাড়ি বসে থেকে নিজেদের গায়ে যাতে মেদ না লাগে তারজন্য বাড়ির বাইরে আস্ত একটা কুয়ো খুঁড়ে ফেললেন এক দম্পতি। গ্রামের মানুষের জলের সমস্যা মেটাতে কুয়ো খুঁড়েছেন তিনি। ঘটনাটি মহারাষ্ট্রের। মহারাষ্ট্রের ওয়াসিম জেলার এই ঘটনায় অবাক হয়ে গিয়েছেন অনেকেই।

জানা যাচ্ছে, মহারাষ্ট্রের ওয়াসিম জেলার গজানন এবং তাঁর স্ত্রী দুজন মিলে বাড়ির সামনে খুঁড়ে ফেলেছেন একটি কুয়ো। লকডাউনে বাড়ি বসে তাদের শরীরে যাতে মেদ না লাগে তার জন্য করেছেন এই কাজ বলে জানিয়েছেন গজানন। প্রথমে যখন কুয়োটি খোঁড়া শুরু হয় পাড়ার লোকজন হেসেছিল, কিন্তু কুয়ো খোঁড়ার কাজ শেষ হতে সেই কুয়োর জলই এখন সবাই ব্যবহার করছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

লকডাউন শুরু হওয়ার কয়েকদিন পর থেকেই কুয়ো খোঁড়ার কাজ শুরু করেন গজানন। টানা ২১ দিন খুঁড়ে ২৫ ফুট গর্তের একটি কুয়ো খুঁড়তে সক্ষম হন তিনি। গজানন জানিয়েছেন, গ্রামের মানুষ প্রথমে তাদের কুয়ো খোঁড়া দেখে হাসি মজা করলেও, যখন কুয়ো থেকে জল উঠেছে তখন সকলেই তাদের বাহবা দিয়েছে।

About Author