Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দুই বাঘের লড়াই দেখে বিস্মিত নেট দুনিয়া, দেখুন ভাইরাল ভিডিও

চলতি মাসে, ১৯৭৩ সালে শুরু হওয়া ব্যাঘ্র প্রকল্পটি তার ৪৭ বছর পূর্ন করলো। এরই মাঝে টুইটারে দুই বাঘের লড়াইয়ের ভিডিও দেখে রীতিমতো চমকে গেছেন সবাই। ভারতীয় বনদপ্তরের এক অফিসার পারভীন…

Avatar

চলতি মাসে, ১৯৭৩ সালে শুরু হওয়া ব্যাঘ্র প্রকল্পটি তার ৪৭ বছর পূর্ন করলো। এরই মাঝে টুইটারে দুই বাঘের লড়াইয়ের ভিডিও দেখে রীতিমতো চমকে গেছেন সবাই। ভারতীয় বনদপ্তরের এক অফিসার পারভীন কাসওয়ান মিনিট দুইয়ের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ” সম্পূর্ণ বড়ো হওয়া দুটি বাঘের মধ্যে লড়াই। হেডফোন দিয়ে শুনে দেখুন। ভয়ংকর গর্জনে কাঁপছে গোটা জঙ্গল। এই বছর ভারতের ব্যাঘ্র প্রকল্প ৪৭ বছর পূর্ন করলো।”

প্রবীণ কাসওয়ান আরও জানিয়েছেন যে, এ জাতীয় লড়াইয়ে সাধারণত একটি বাঘ প্রাণ হারায়। অন্যদিকে আরেকজন জিতে যায়। ভিডিওটি পোস্ট করার পর এখনও পর্যন্ত ৪৬ হাজার বার দেখা হয়েছে সেটি। লাইকের সংখ্যাও প্রায় ৩ হাজারেরও বেশি। সঙ্গে রি-টুইট হয়েছে প্রায় হাজারেরও বেশি। তাদের এই মারাত্মক ভিডিও দেখে রীতিমতো ভয় পেয়ে গেছেন নেট দুনিয়ার প্রত্যেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ওই ভিডিওটিতে দেখা গেছে যে, ২টি বাঘ আঁচড়ে, কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলছে একে অপরকে।সাথে দূরে দাঁড়িয়ে থাকা পর্যটকেরা দেখছেন তাদের সেই ভয়ংকর লড়াই।

About Author