নতুন অবতারে দেখা গেলো ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। এবার ফুচকা বেচতে দেখা গেলো প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। বিশ্বকাপের পর থেকেই দল থেকে অনেক দূরে ধোনি। এই মুহুর্তে পরিবার, বন্ধুদের সাথে রয়েছেন মালদ্বীপে। সেখানেই তাকে ফুচকা বেচতে দেখা গেলো। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে প্রাক্তন ভারতীয় অধিনায়ক, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরপি সিংকে ফুচকা দিচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় সেটি। মালদ্বীপে কোনো এক অনুষ্ঠানে মজার ছলেই ফুচকা পরিবেশন করছিলেন মহেন্দ্র সিং ধোনি। উল্টোদিকে দাঁড়িয়ে তার একসময়ের সতীর্থ আরপি সিং। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় সেটি। ধোনি ভক্তরা তাদের প্রিয় ক্রিকেটারকে ফুচকা বিক্রি করতে দেখে যথেষ্টই অবাক হয়েছেন সেকথা বলাই যায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : প্রথম ম্যাচে হারের পর জরিমানা দিতে হল ভারতীয় অধিনায়ককে
বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে ধোনি। বিশ্বকাপের পর কখনো তাঁকে সেনার দায়িত্ব সামলাতে, কখনো মেয়ে জিভা’র সাথে বরফে খেলতে দেখা গেছে। সম্প্রতি বিসিসিআই এর সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দেওয়া হয় তাঁকে। তারপরই গুজব ওঠে ধোনিকে হয়তো আর জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবেনা। কিন্তু এখনো পর্যন্ত তিনি নিজে কিছুই বলেননি। তিনি এখন সম্পূর্ণ ছুটির মেজাজে মালদ্বীপে।
Straight outta Maldives, our rockstar is seen making a couple of pani puris!??
Our favorite chat just became even more delectable! ??#MahiInMaldives #Dhoni @msdhoni pic.twitter.com/NFjGcuMT1h
— MS Dhoni Fans Official (@msdfansofficial) February 4, 2020