বেশ গরম গরম চর্চায় রয়েছেন উত্তম নাতি গৌরব চট্টোপাধ্যায়। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর ইদানীং গৌরব নাকি দেবলীনার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। বিভিন্ন জায়াগায় এই দুই জুটিকে প্রায় সময় দেখা গিয়েছে। যদিও কেউ স্বীকার করেননি এই সম্পর্ক নিয়ে। থাক আজ প্রেম বন্ধুত্ব নিয়ে গসিপ নয়, কেমন করে লক্ষ্মী দেবীর আরাধনা করলেন ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের মথুর বাবু। ছবিতে ছবিতে রইল গৌরব চট্টোপাধ্যায়ের বাড়ির লক্ষ্মী পুজোর ছবি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএকেবারে খালি গায়ে ধুতি পরে নিষ্ঠাভরে পুজো করতে দেখা যাচ্ছে পর্দার মথুরকে। পর্দায় ঈশ্বর বিশ্বাস না করলেও রিয়েল লাইফে ভক্তিতে গদগদ উত্তম নাতনি গৌরব চট্টোপাধ্যায়। বিশেষ সমারাহ না করলেও লক্ষ্মীর পুজোয় হোম যজ্ঞও করতে দেখা গেছে গৌরবকে।