Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কিভাবে হতে হয় ভালো বউ, দাদাগিরির মঞ্চে উর্মির ছোট ঠাম্মিকে শিক্ষা দিলেন সৌরভ গাঙ্গুলী

গত শনিবার দাদাগিরির মঞ্চে উপস্থিত হয়েছিলেন জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়'এর একাধিক কলাকুশলীরা। আর এদিন ভার্চুয়ালি একটি ভিডিওর মাধ্যমে তাদের সকলকে মঞ্চে ডেকে নিয়েছিলেন…

Avatar

গত শনিবার দাদাগিরির মঞ্চে উপস্থিত হয়েছিলেন জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’এর একাধিক কলাকুশলীরা। আর এদিন ভার্চুয়ালি একটি ভিডিওর মাধ্যমে তাদের সকলকে মঞ্চে ডেকে নিয়েছিলেন খোদ উর্মি, যা বেজায় পছন্দ হয়েছে দর্শকদের। এদিন দাদাগিরির মঞ্চে উর্মির ছোট ঠাম্মি অর্থাৎ মানসীর সাথে তুমুল খুনসুটিতে মেতেছিলেন সৌরভ গাঙ্গুলী। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সেই মুহূর্ত এখন ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে।

এদিন কথায় কথায় উঠে আসে মানসীর স্বামী এখনো ধুতি পাঞ্জাবি পরে থাকেন। আর সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই অভিনেত্রী জানান আগে তিনি তার স্বামীর ধুতি-পাঞ্জাবি ঠিক করে দিতেন। কিন্তু তার পছন্দ হয় না বলে এখন আর করে দেন না। এই কথার সূত্র ধরে স্বয়ং দাদা জানান ডোনা গাঙ্গুলী অর্থাৎ তার স্ত্রী এখনো তার জামা ইস্ত্রি করে দেন। আর এরপরেই অভিনেত্রী বলে ওঠেন ডোনা ভালো বউ কিন্তু তিনি নন। এই পুরো কথোপকথনটিই চলেছে মজার ছলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপরে দাদা আবারও মজার ছলে অভিনেত্রীকে জিজ্ঞাসা করেন তার কাছে এত টাকা রয়েছে তাও তিনি বুটিক কেন খুলেছেন? এই কথা উঠতেই অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন তার বুটিক বন্ধ হয়ে গিয়েছে। আর তার পিছনে রয়েছে স্বয়ং দাদাই। তিনি নাকি সকলের মধ্যে রটিয়েছেন অভিনেত্রী নিজের পরা শাড়ি তার বুটিকে বিক্রি করতেন। এই কথা শুনে দাদার পাশাপাশি মঞ্চে উপস্থিত সকলেই রীতিমতো হেসে ফেলেন। বলাই বাহুল্য, এদিন দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলীর সাথে অভিনেত্রী মানসীর একটি সুন্দর খুনসুটি সম্পর্ক উঠে এসেছে সকলের সামনে, যা পছন্দ করেছেন সকলেই। আর সেই সুন্দর মুহূর্তটি বর্তমানে নেটদুনিয়ায় ঘোরাফেরা করছে নেটিজেনদের মাঝে। রইল সেই ভিডিও।

About Author