ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিদেশনিউজ

বিনামূল্যে নিজের জমিতে সৌর পাম্প বসাতে চান? এই রাজ্য সরকার দিচ্ছে দারুন সুযোগ

সম্প্রতি মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে এই সৌর পাম্প প্রকল্প চালানো হচ্ছে

×
Advertisement

কৃষকের বার্ষিক আয়ের কথা মাথায় রেখে এবারে মধ্যপ্রদেশ সরকার চালু করে দিয়েছে একটি নতুন প্রকল্প। এই প্রকল্পে বেশকিছু সঞ্চয় খাতে বিনিয়োগ করা হচ্ছে কৃষকদের জন্য। কৃষকদের জন্য তৈরি করা এই সমস্ত প্রকল্পে মূলত ছোট কৃষকদের সুবিধা দেওয়া হবে। কৃষকরা যাতে তাদের চাষের কাজে ভালো ফলন পেতে পারেন, এবং তাদের সন্তানদের খরচ খরচা সামলাতে পারেন, তার জন্যই এই প্রকল্প নিয়ে এসেছে মধ্যপ্রদেশ সরকার। অল্প অর্থের সাহায্যে তিনি তার সন্তানদের উচ্চ শিক্ষা দিতে পারেন এবং জীবনযাত্রার মান উন্নত করতে পারেন।

Advertisements
Advertisement

আপনারা সকলেই জানেন ভারত একটি কৃষি প্রধান দেশ এবং এখানে অধিকাংশ কৃষক আয়ের জন্য কৃষিকাজের উপর এই নির্ভরশীল। সারা বছর পরিবারের আয়ের উৎস প্রধাণে কৃষিকাজ একটা বিশাল বড় ভূমিকা পালন করে এই সমস্ত কৃষকদের ক্ষেত্রে। কিন্তু অনেক সময়, শেষের কাজে বাধা আসতে থাকায় কোন কোনো বছর কৃষকের সমস্যা হয়ে যায়। কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যা হয়ে যাওয়ায় ফসল ভেসে যায়। আবার কোথাও জলের অভাবে ফসল শুকিয়ে যায়। ফলে সব দিকেই ক্ষতি হয় কৃষকের। তাদের কথা মাথায় রেখে এবারে মধ্যপ্রদেশ সরকার চালু করেছে সোলার পাম্প যোজনা। এই যোজনার অধীনে, যে সমস্ত কৃষকের তাদের ক্ষেতে ব্যবহার করার জন্য সোলার পাম্পের বৈদ্যুতিক সরঞ্জাম নেই, তাদেরকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রয়োজনীয় অনুদান দিতে চলেছেন।

Advertisements

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই মুহূর্তে কৃষি কাজের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ প্রদানের লক্ষ্যেই কাজ করছেন। তিনি কৃষকদের তাদের জমিতে সোলার পাম্প স্থাপনের জন্য অনুদান দিচ্ছেন এবং এর অধীনে সরকার সোলার পাম্প প্রকল্প চালাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি সোলার পাম্প শুধুমাত্র মাঠের সেচের কাজে আপনি ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র সেই কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাবেন যাদের ক্ষেতে চাষ করার জন্য কোন বিদ্যুতের সংযোগ নেই। সোলার পাম্পের রক্ষণাবেক্ষণ কৃষকদের করতে হবে। এই সোলার পাম্প আপনি বিক্রি করতে পারবেন না অথবা অন্য জায়গায় স্থানান্তর করতে পারবেন না। যদি আপনি সৌর পাম্প অন্য জায়গায় স্থাপন করেন তাহলে সরকার নির্ধারিত শাস্তি আপনার জন্য অপেক্ষা করবে। এই প্রকল্পের সুবিধা নিতে কৃষকের অবশ্যই সেচের উৎস থাকতে হবে। যদি কোন ভাবে আপনার বোরে জলের স্তর কমে যায় সে ক্ষেত্রে আপনি পাম্প অন্য জায়গায় স্থানান্তর করতে পারেন। সে ক্ষেত্রে সমস্ত খরচ দিতে হবে কৃষককে।

Advertisements
Advertisement

কিভাবে আবেদন করবেন?

প্রথমে মধ্যপ্রদেশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান এবং সেখানে গিয়ে সোলার পাম্প প্রকল্পের ওয়েবসাইট খুলে ফেলুন। এখানে নতুন এপ্লিকেশন নির্বাচন করে মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে লগইন করে ফেলুন। এবার আপনি একটি নতুন স্ক্রিন দেখতে পাবেন যেখানে আপনাকে নিজের কিষান ক্রেডিট কার্ড এবং কেওয়াইসি ব্যাংক একাউন্টের সমস্ত ডিটেলস দিতে হবে। এছাড়াও, জমি সংক্রান্ত সমস্ত বিজ্ঞপ্তি আপনাকে জমা করতে হবে। সমস্ত তথ্য প্রবেশের পর শেষে একটি নতুন স্ক্রিন খুলবে যেখানে আপনার প্রবেশ করা সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন। একবার ভালো করে সমস্ত তথ্য চেক করে নিন এবং পরিবর্তন করতে হলে করে ফেলুন কারণ এর পরে আর পরিবর্তন করা যাবে না। সমস্ত শর্তাবলী পড়ুন এবং যাচাই করে নিন। তারপরে আবেদন সম্পন্ন হলে আপনি এসএমএসের মাধ্যমে একটি নোটিফিকেশন পাবেন এবং এখানে অনলাইন আবেদনের জন্য একটি লিংক দেওয়া হবে। এবার আপনাকে অর্থ প্রদান করতে হবে। অর্থ প্রদান করার পর আবেদনকারী একটি আবেদন নম্বর পাবেন এবং এসএমএসের মাধ্যমে তথ্য পেয়ে যাবেন। অনলাইনে আবেদনের সমস্ত তথ্য আপনি পেতে পারেন মধ্যপ্রদেশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে।

Related Articles

Back to top button