ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় সুখবর। এবারে যাত্রীদের যাত্রা আরো সুখকর হতে চলেছে ভারতীয় রেলের মাধ্যম। irctc তাদের পরিষেবায় বেশ কিছু পরিবর্তন করতে চলেছে। আসলে টিকিট বুকিং এর পাশাপাশি যাত্রীদের টিকিটের খাবার যোগ করতে হয় এবং তারপর এই তারা রেলের কাছ থেকে খাবার পেতে পারেন অন্যথায় কিন্তু না। তবে এবার থেকে আইআরসিটিসি সেই নিয়মে কিছু পরিবর্তন করতে চলেছে। এবারে আপনি যদি খাবার ছাড়া টিকিট বুক করে থাকেন তারপরেও আপনি খাবার পেতে পারেন। irctc অ্যাপ থেকে টিকিট বুক করলে এই নতুন সুবিধা আপনারা পেতে পারেন। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
যদি আপনাকে ভ্রমণ করতে হয় এবং খাবারের বিকল্প নির্বাচন করতে আপনি ভুলে গিয়ে থাকেন তাহলে আর কোন সমস্যা নেই। আইআরসিটিসি তার অ্যাপ একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে যার মাধ্যমে খাবারের বিকল্প ছাড়া টিকিট বুক করে থাকলেও পরবর্তীতে আপনি খাবার পেতে পারেন। এবার থেকে আইআরসিটিসি অ্যাপে যদি আপনি টিকিট বুক করেন তাহলে এডিট করার অপশন আপনি পেয়ে যাবেন। শেষে আপনি খাবার যোগ করতে চান তাহলে সেটা আপনি করতে পারেন। এর পাশাপাশি, যদি আপনি খাবার বাদ দিতে চান সেটাও করতে পারেন। তবে ভ্রমণের সময় যদি আপনি খাবার বিকল্প যোগ করেন তাহলে আপনাকে অতিরিক্ত অর্থ দিতে হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএর পাশাপাশি আইআরসিটিসি কি তাদের যাত্রীদের যাত্রাকে আরও আরামদায়ক করার জন্য ZOMATO, SWIGGY, PIZZA HUT এর মত সংস্থার সাথে চুক্তি করেছে, যাতে ভ্রমণের সময় যাত্রীরা গরম খাবার পেতে পারেন। তবে সব থেকে ভালো কথা হলো, আপনি যদি টিকিট বুক করার সময়, খাবারের বিকল্প পছন্দ করতে ভুলে গিয়ে থাকেন তাহলে, আইআরসিটিসি আপনাকে এখন একটি রিমাইন্ডার দেবে। এই রিমাইন্ডার পেলে আপনি এই জায়গায় খাবার যোগ করতে পারেন।