বলিউডবিনোদন

ফের শোকের ছায়া বলিউডে, প্রয়াত জনপ্রিয় সঙ্গিত পরিচালক ওয়াজিদ খান

Advertisement
Advertisement

কৌশিক পোল্ল্যে: ভারতীয় সংগীত জগতে বড়সড় নক্ষত্রপতন, চলে গেলেন অন্যতম সেরা সুরকারদ্বয় সাজিদ-ওয়াহিদ জুটির ওয়াহিদ খান। তার মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বলিউডের বহু তারকা। তার মৃত্যুর খরবটি গায়ক সোনু নিগম নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যমকে ফোনে তিনি বলেন, “হ্যাঁ সে আর পৃথিবীতে নেই, আমি কথা বলতে পারছি না…!!” বলেই তিনি ফোনটি রেখে দেন।

Advertisement
Advertisement

আজ ভোররাতে ঘুমের মধ্যেই চলে যান এই সুরকার। জানা গিয়েছে তার দেহে জন্ম নিয়েছিল করোনা ভাইরাসের বীজ এবং এই ভাইরাসের প্রকোপেই তার মৃত্যু হয়েছে। বেশকিছু ধরেই তিনি করোনায় ভুগছিলেন মিডিয়ার অগোচরে কাজেই তার অসুস্থতার খবরটি সেভাবে ছড়িয়ে পড়েনি, কিন্তু তা সত্ত্বেও হাসিখুশি এই তারকার শেষরক্ষা হল না, মাত্র ৪২ বছর বয়সেই ঘুমের দেশে চিরতরে তলিয়ে গেলেন ওয়াহিদ।

Advertisement

তার মৃত্যুতে সাধারন মানুষ থেকে শুরু করে বহু সেলেব সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ট্যুইটার মারফৎ জানান, তিনি এই মৃত্যু মেনে নিতে পারছেন না। এছাড়াও সোনু নিগম, গায়িকা সোনা মহাপাত্র সহ সংগীত জগতের বেশ কিছু শিল্পী তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে গিয়েছেন।

Advertisement
Advertisement

সলমান খানের ছবি ‘প্যায়ার কিয়া তো ডরনা ক্যা’ দিয়ে বলিউডে ডেবিউ করেন এই সুরকারদ্বয়। সাজিদ-ওয়াহিদ জুটি বহু ছবিতে তাদের অসাধারন মিউজিক সৃষ্টির জন্য বিখ্যাত। ‘হুড় হুড় দাবাং দাবাং’, ‘ফেবিকল সে’, ‘চিন তা তা চিতা চিতা’, ‘জালবা’ প্রভৃতি এই জুটির কিছু অনবদ্য সৃষ্টি।

Advertisement

Related Articles

Back to top button