নিউজদেশ

ওয়েটিং লিস্ট না RAC টিকিট, কোনটি বেশি লাভজনক? জানুন Indian Railway র নিয়ম

কনফার্ম টিকিট না পাওয়া গেলে এই RAC টিকিট বা ওয়েটিং লিস্টে নাম থাকে

×
Advertisement

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। সাধ্যের মধ্যে খরচ করে ভারতীয় রেলওয়ে ব্যবহার করতে পছন্দ করেন সকলেই। দূরে কোথাও যেতে হলে এক্সপ্রেস ট্রেনে আগে থাকতেই ট্রেনের টিকিট বুক করতে হয়। তবে অনেক সময় কনফার্ম টিকিট পাওয়া যায় না। তখন থাকতে হয় ওয়েটিং লিস্টে। যদি কনফার্ম টিকিট এর থেকে কেউ তার যাত্রা বাতিল করে তাহলে এই ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হয়। তবে সকলেই জানেন এই ওয়েটিং লিস্টের একটি প্রকারভেদে রয়েছে RAC টিকিট। এবার আজকের এই প্রতিবেদনে জেনে নিন ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী ওয়েটিং টিকিট না RAC টিকিট, কোনটি বেশি লাভজনক?

Advertisements
Advertisement

যখনই ট্রেনে বুকিং শুরু হয়, প্রথম নিশ্চিত টিকিট পাওয়া যায় এবং তারপরে RAC টিকিট দেওয়া হয় অর্থাৎ বাতিলের বিরুদ্ধে সংরক্ষণ। এর মানে হল যে কোনও যাত্রী যদি নিশ্চিত টিকিট সহ টিকিট বাতিল করে, তবে আরএসি যাত্রীর টিকিট নিশ্চিত করা হবে। আর আরএসি-র পরেই সুযোগ পান অপেক্ষমাণ তালিকার যাত্রীরা। এমতাবস্থায় RAC-এর সব যাত্রীর টিকিট নিশ্চিত হওয়ার পর অপেক্ষমাণ তালিকার যাত্রীদের টিকিট নিশ্চিত করা হয়। তবে অপেক্ষমাণ তালিকার যাত্রীদের টিকিট RAC-তে রূপান্তরিত হয়। আপনার টিকিট যদি ওয়েটিং লিস্ট #01 হয় তবে প্রথমে আপনার টিকিট RAC-তে রূপান্তরিত হবে। এটি তখনই ঘটবে যখন একজন RAC যাত্রী টিকিট বাতিল করেন বা তার টিকিট নিশ্চিত হয়ে যায়।

Advertisements

আপনাদের জানিয়ে রাখি, আপনার টিকিট যদি RAC-তে থাকে, তাহলে আপনি ট্রেনে সিট পাবেন গ্যারান্টি সহকারে, তবে মনে রাখবেন যে আপনি ঘুমানোর জন্য বার্থ পাবেন না। আরএসি টিকিট সহ বার্থে অন্য যাত্রী থাকার কারণে দুজনকে বসে ভ্রমণ করতে হবে। তবে RAC টিকিট থাকার সুবিধা হল আপনি ট্রেনে প্রবেশ করতে পারবেন এবং ট্রেনে আপনার সিটে বসতে পারেন। কিন্তু যদি আপনার টিকিট অপেক্ষমাণ তালিকায় বা ওয়েটিং লিস্টে থাকে, তবে আপনাকে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। সবদিক বিচার করে ভারতীয় রেলওয়ের নিয়ম অনুযায়ী ওয়েটিং লিস্ট থেকে RAC টিকিট থাকা অনেক বেশি লাভজনক।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button