Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২০২৫ সালে ধামাকা অফার নিয়ে ভারতের বাজারে হাজির হচ্ছে Maruti Suzuki WagonR, পাবেন সস্তায় দারুন মাইলেজ

ভারতের রাস্তায় ব্যবহারিক এবং সাশ্রয়ী মূল্যের যানবাহন বেশি চলে থাকে। ভারতীয় বাজারে এই ধরনের গাড়ির একটা আলাদা রকমের জনপ্রিয়তা রয়েছে। বর্তমানে ভারতের বাজারে যে সমস্ত গাড়ি সব থেকে বেশি জনপ্রিয়…

Avatar

ভারতের রাস্তায় ব্যবহারিক এবং সাশ্রয়ী মূল্যের যানবাহন বেশি চলে থাকে। ভারতীয় বাজারে এই ধরনের গাড়ির একটা আলাদা রকমের জনপ্রিয়তা রয়েছে। বর্তমানে ভারতের বাজারে যে সমস্ত গাড়ি সব থেকে বেশি জনপ্রিয় তার মধ্যে অন্যতম হলো মারুতি ওয়াগন আর। বহুদিন ধরেই ভারতীয়দের একটা জনপ্রিয় পছন্দ হয়ে রয়েছে এই গাড়িটি। স্বয়ং চালিত ল্যান্ডস্কেপ ক্রমাগত বিকশিত হওয়ার সাথে সাথে মারুতি সুজুকির এই গাড়িটি জনপ্রিয়তার শীর্ষে চলে এসেছে বর্তমানে। ২০২৫ সালে এই গাড়ির একটি নতুন ভার্সন লঞ্চ হতে চলেছে। এটি একটি এমন গাড়ি যা একেবারে এন্ট্রি লেভেল সেগমেন্টকে টার্গেট করে। ভারতীয় বক্তাদের নিরন্তর পরিবর্তনশীল চাহিদা পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে থাকে এই গাড়িটি।

Maruti suzuki কোম্পানির এই গাড়িটি একটি আইকনিক গাড়ি বলা যেতে পারে। এটি একটি হ্যাচব্যক গাড়ি যা অত্যন্ত আকর্ষণীয়। এই গাড়ির সামনের অংশে একটি ক্রোম রঙের গ্রিল আপনারা পেয়ে যাবেন যা বেশ আকর্ষণীয়। গাড়ির সামনের দিকে এলইডি হেডলাইট এবং ওয়ার্ম ডে লাইট আপনারা পেয়ে যাবেন। এই গাড়িতে আরো বেশ কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে। এখানে আপনারা ডাইনামিক সিলোয়েট পেয়ে যাবেন। এর পাশাপাশি এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ১৪ ইঞ্চির অ্যালয় হুইল এবং ক্রোম ফিনিশের উইন্ডো ট্রিম প্রিমিয়াম ডিজাইন। পিছনের দিকে আপনারা পেয়ে যাবেন এলইডি টেলল্যাম্প এবং আপনারা পাবেন ইন্টিগ্রেটেড রুফ স্পয়লার। এর ভিতরের ডিজাইন অত্যন্ত আকর্ষণীয়। সব মিলিয়ে ২০২৫ সালে maruti suzuki কোম্পানির এই গাড়িটি আপনার পছন্দ হতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি অত্যন্ত পাওয়ারফুল ১.২ ইঞ্চির K12C পেট্রল ইঞ্জিন যা শক্তি এবং দক্ষতার আকর্ষণীয় মিশ্রণ প্রদান করে থাকে। এই ইঞ্জিনে আপনারা পেয়ে যাবেন ৮৩ পিএস শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপাদন করার ক্ষমতা। একটি আকর্ষক ড্রাইভিং অভিজ্ঞতা আপনারা পাবেন এই গাড়িতে। শহরের রাস্তায় খুব সহজে আপনারা এই গাড়ি চালাতে পারবেন। এছাড়াও এই গাড়িতে পাবেন আপনি ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ইঞ্জিন অথবা ফাইভ স্পিড অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন ইঞ্জিনের বিকল্প। এই গাড়িটিতে আপনারা পাবেন ২৩ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ। পাশাপাশি দামও হবে ৫.৫০ লক্ষ টাকা থেকে শুরু করে ৭.৫০ লক্ষ টাকার মধ্যে। ফলে সব মিলিয়ে ২০২৫ সালের এন্ট্রি লেভেল সেগমেন্টে এটি হতে চলেছে একটা দারুন বিকল্প।

About Author