মঙ্গলবার দুপুর একটায় ভাটপাড়া পুরসভার মূল ভবনে আস্থাভোটে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তারা আরও নির্দেশ দিয়েছেন আস্থা ভোটের বিজ্ঞপ্তি জারি করতে হবে পুরসভার চেয়ারম্যান ও উত্তর ২৪ পরগনার জেলাশাসক উভয়কেই। আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে সেদিকে লক্ষ্য রাখবেন জেলার পুলিশ সুপার। জেলাশাসক কে ভোট প্রক্রিয়া রিপোর্ট বৃহস্পতিবার আদালতে পেশ করতে হবে।
গত বৃহস্পতিবার ভাটপাড়ায় আস্থা ভোট ১৯-০ ব্যবধানে তৃণমূল জয়ী হলেও বিকেলে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহা ওই ভোট খারিজ করে দেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : আগামী ২৪ ঘণ্টার পর আবহাওয়ার পরিবর্তন, কি জানাল আবহাওয়া দফতর
শুক্রবার বিকেলে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে শুনানির আবেদন করলে মঙ্গলবার ভোটের নির্দেশ জারি করল ডিভিশন বেঞ্চ। ভাটপাড়ায় মোট ৩৫ টি ওয়ার্ড আছে। শাসকদল মন্তব্য করেছে বোর্ড গঠনের প্রয়োজনীয় সংখ্যা থাকায় মঙ্গলবার তাড়াই ভোট দিতে এবং বোর্ড গড়বে।