Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফুল চার্জে চলবে ১০০ কিমি, Voge লঞ্চ করল নতুন ই-স্কুটার

প্রায় প্রতি দিনই খবর শোনা যাচ্ছে নতুন ইলেকট্রিক বাইক লঞ্চের। এরই মাঝে কিছু ব্র্যান্ডের নামের সাথে আমরা পরিচিত আবার কিছু কোম্পানির নাম আমরা ঠিক করে জানি পর্যন্ত না। এমনই এক…

Avatar

By

প্রায় প্রতি দিনই খবর শোনা যাচ্ছে নতুন ইলেকট্রিক বাইক লঞ্চের। এরই মাঝে কিছু ব্র্যান্ডের নামের সাথে আমরা পরিচিত আবার কিছু কোম্পানির নাম আমরা ঠিক করে জানি পর্যন্ত না। এমনই এক ব্র্যান্ড হল Voge। সম্প্রতি ইটালির বাজারে এই Voge কোম্পানি লঞ্চ করেছে তাদের Voge ER10 ইলেকট্রিক বাইক।

বলা বাহুল্য , Voge হল চীনা Loncin Motorcycle এর সহযোগী কোম্পানি। Voge অনেকটাই পুরানো এবং চীনের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক বাইক নির্মাতা কোম্পানি। সম্প্রতি এই কোম্পানির তরফ থেকে লঞ্চ করা হয়েছিল ৫০০ DS এবং ৬৫০ DS নামক দুটি মডেল। এইবার সেই চীনা কোম্পানিই ইটালির বাজারে লঞ্চ করেছে ER10 নামক এক ইলেকট্রিক বাইক। চলুন জানা যাক এই বাইক সম্পর্কে বিস্তারে,

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

লুক এবং ইঞ্জিন

Voge ER10 ইলেকট্রিক বাইকে দেওয়া হয়েছে ১২৫ সিসির ইঞ্জিন। এই বাইকের ওজন ১১৫ কিলোগ্রাম রেখেছে কোম্পানি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭০ মিমি সেখানেই এই বাইকের হুইল বেস ১৩৯০ মিমি। জানা গিয়েছে যে এই বাইককে একজন ১৬ বছরের বালক ও চালাতে পারবে বলে দাবি করেছে কোম্পানি। এই বাইকে দেওয়া হয়েছে ৩.৭ kWh এর ব্যাটারি প্যাক এবং ৬০ ভোল্ট/ ৬ KW এর ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। এই মোটর ১১.৯৩ bhp পাওয়ার এবং ১২.৩ NM এর টর্ক জেনারেট করতে সক্ষম। সাতহে একবার ফুল চার্জ দিলে ১০০ কিমি পর্যন্ত যেতে সক্ষম বলে জানিয়েছে কোম্পানি।

দাম

কোম্পানির তরফ থেকে তাদের এই ইলেকট্রিক বাইকের দাম রাখা হয়েছে ৬,৫৯০ ইউরো । অর্থাৎ ভারতীয় হিসেবে ৫.৮৬ লাখ টাকা। বাইকটিতে রয়েছে LED লাইট এবং LCD স্ক্রিন, যা এটিকে বানিয়েভহ্র প্রিমিয়াম।

About Author