Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আরও সস্তায় প্ল্যান আনল ভোডাফোন, সাশ্রয় হবে টাকা সাধারন মানুষের

জিওকে টক্কর দিতে দিন দিন নতুন চমক দিচ্ছে ভোডাফোন টেলিকম সংস্থা। এর আগে জিও র ৫৫৫ টাকার প্ল্যান এর অনুকরণে ভোডাফোন বাজারে এনেছিল ৫৫৫ টাকার রিচার্জ প্ল্যান, এবার নতুন প্ল্যানে…

Avatar

জিওকে টক্কর দিতে দিন দিন নতুন চমক দিচ্ছে ভোডাফোন টেলিকম সংস্থা। এর আগে জিও র ৫৫৫ টাকার প্ল্যান এর অনুকরণে ভোডাফোন বাজারে এনেছিল ৫৫৫ টাকার রিচার্জ প্ল্যান, এবার নতুন প্ল্যানে আরও কম টাকায় পরিষেবা উপভোগ করতে পারবে ভোডাফোন গ্রাহকরা। নতুন এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি ডেটা সহ ১০০টি এসএসএসের সুবিধা পাওয়ার পাশাপাশি ৭৭ দিনের জন্য আনলিমিটেড কলের সুবিধাও পাচ্ছেন।অতিরিক্ত সুবিধা হিসেবে এই স্কিমে গ্রাহকরা পাচ্ছেন বিনামূল্যে ভোডাফোন প্লে এবং জি৫-এর সদস্যপদের সুযোগ।

ভোডাফোনের ৫৫৫ প্ল্যানের সমস্ত সুবিধাই পাওয়া যাচ্ছে নতুন ৪৯৯ টাকার প্রিপেড প্ল্যানে, তবে এই প্ল্যানে পরিষেবার মেয়াদ আরও দীর্ঘস্থায়ী করা হয়েছে। রিলায়েন্স জিওর ৫৫৫ টাকার প্ল্যানে গ্রাহকরা যেসব সুবিধা গুলি পায় সেগুলো হল – প্রতিদিন ১.৫ জিবি ডেটা, সাথে জিও টু জিও আনলিমিটেড এবং জিও টু নন-জিও কলের ক্ষেত্রে বিনামূল্যে ৩,০০০ মিনিট কথা বলার সুবিধার পাশাপাশি এই প্ল্যানে গ্রাহকদের কমপ্লিমেন্টারি জিও অ্যাপস সাবস্ক্রিপশনের সুবিধা দেওয়া হয় জিওর পক্ষ থেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি ভোডাফোন সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, সমস্ত পোস্টপেড পরিষেবা দেওয়া হবে একমাত্র ভোডাফোন ব্র্যান্ডের অধীনে। নতুন পোস্টপেড গ্রাহকদের পরিষেবা দেওয়া হবে ভোডাফোন RED প্ল্যানগুচ্ছের মাধ্যমে, আইডিয়া ব্র্যান্ডের অধীনে যারা আছে ভোডাফোন RED প্ল্যানের আওতায় আনা হবে তাদের সবাইকে।
বলা বাহুল্য জিও সংস্থাটি অনেক পরে এসেওও বিভিন্ন সুবিধাযুক্ত প্ল্যান দিয়ে গ্রাহকদের মনে এনং ফোনে স্থান দখল করছে ইতিমধ্যেই, সেই স্থানকেই নিজেদের দখলে আনতে মরিয়া ভোডাফোন সংস্থা।

About Author