গ্রাহকদের জন্য নতুন প্ল্যান আনলো ভোডাফোন ইন্ডিয়া। তারা নতুন একটি ৪৯৯ টাকার প্ল্যান এনেছে তাদের গ্রাহকের জন্য। এর পাশাপাশি তাদের জনপ্রিয় ৫৫৫ টাকার প্ল্যানটিতেও কিছু পরিবর্তন করেছে। নতুন ৪৯৯ টাকার প্ল্যানটিতে কোম্পানি প্রতিদিন ১.৫ জিবি ডেটা সহ, ১০০ এসএমএস, আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা দিচ্ছে ৭০ দিনের জন্য।
তবে কিছু সার্কেলে এটি ৭০ দিনের বদলে ৬০ দিনের ভ্যালিডিটির সাথে পাওয়া যাচ্ছে। নতুন এই প্ল্যানটির সাথে সাথে ভোডাফোন তাদের জনপ্রিয় ৫৫৫ টাকার প্ল্যানটিতেও কিছু পরিবর্তন করেছে। মূল প্ল্যানটি একই থাকলেও নতুন ৫৫৫ টাকার প্ল্যানে এবার থেকে ৭০ দিনের বদলে ৭৭ দিনের ভ্যালিডিটি দেওয়া হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : Airtel-এর দুর্দান্ত অফার, বিনামূল্যে মিলবে আনলিমিটেড কলিং-এর সুবিধা
অর্থাৎ এবার থেকে ৫৫৫ টাকার রিচার্জে আপনি পাবেন, দিনে ১.৫ জিবি করে ডেটা, ১০০ টি এসএমএস সহ আনলিমিটেড কলিং এর সুবিধা, ৭৭ দিনের ভ্যালিডিটির সাথে।