ভোডাফোন আইডিয়া আবারও তাদের একটি সস্তা রিচার্জ প্লানের সুবিধা কমিয়ে দেয়ার পরিকল্পনা করেছে। ভোডাফোন ধারণা তাদের ৪৭৯ টাকা রিচার্জ প্লানের ভ্যালিডিটি একধাপে অনেকটা কমিয়ে দিয়েছে। পাশাপাশি এই রিচার্জ প্ল্যান এর সঙ্গে আসা ডেটার পরিমাণ বেশ কিছুটা কমানো হয়েছে বলে খবর। অর্থাৎ বলতে গেলে, এই প্ল্যান কিন্তু আগের তুলনায় দামী হয়ে গেছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক, এখন আপনারা এই রিচার্জ প্লানে কোন কোন সুবিধা পেয়ে যাবেন।
কোন কোন সুবিধা থাকছে?
টেলিকম টক এর একটি রিপোর্ট অনুযায়ী ভোডাফোন আইডিয়ার ৪৭৯ টাকা প্ল্যানে এবার থেকে আপনারা পেয়ে যাবেন ৪৮ দিনের ভ্যালিডিটি, প্রতিদিন ১ জিবি করে ইন্টারনেট, আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধা। আগে এখানে আপনারা ৫৬ দিনের ভ্যালিডিটি পেয়ে যেতেন এবং পেয়ে যেতেন প্রতিদিন ১.৫ জিবি করে ইন্টারনেট। তাই এখানে এবার থেকে আপনারা একদিকে যেমন কম বৈধতা পাচ্ছেন, তেমনি একই রকম কম ইন্টারনেটের পরিমাণ প্রতিদিন পাচ্ছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowJio কোম্পানির ৫৬ দিনের প্ল্যানের দাম কত
আপনি যদি জিও কোম্পানির রিচার্জ করেন ৫৬ দিনের জন্য তাহলে আপনাকে দিতে হবে ৫৭৯ টাকা। এখানে আপনারা প্রতিদিন ১.৫ জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন অর্থাৎ সর্বমোট ৮৪ জিবি ইন্টারনেট আপনার জন্য রয়েছে। এছাড়াও আপনারা পেয়ে যাবেন আনলিমিটেড কলিং এবং ১০০ টি করে এসএমএস করার সুবিধা। পাশাপাশি আপনারা পেয়ে যাবেন জিও টিভি জিও ক্লাউড এবং জিও সিনেমা সাবস্ক্রিপশন।