Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রিচার্জে ধামাকা অফার আনল Vodafone, থাকছে আনলিমিটেড কলের সুবিধা

ভোডাফোনের পক্ষ থেকে প্রথমে অন্য নেটওয়ার্কে কলের লিমিট তুলে দেওয়া হলেও আবারও ভোডাফোন তিনটি প্ল্যান লঞ্চ করল। ভোডাফোনের এই আকর্ষণীয় তিনটি প্ল্যান হল ২১৯ টাকা ৩৯৯ টাকা ৪৯৯ টাকা। চলুন…

Avatar

ভোডাফোনের পক্ষ থেকে প্রথমে অন্য নেটওয়ার্কে কলের লিমিট তুলে দেওয়া হলেও আবারও ভোডাফোন তিনটি প্ল্যান লঞ্চ করল। ভোডাফোনের এই আকর্ষণীয় তিনটি প্ল্যান হল ২১৯ টাকা ৩৯৯ টাকা ৪৯৯ টাকা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক যে, কোন প্ল্যান টিতে ঠিক কি কি সুবিধা দিতে চলেছে ভোডাফোন গ্রাহকদের।

২১৯ টাকার প্ল্যান: ভোডাফোনের নতুন এই প্ল্যানটির ভ্যালিডিটি হচ্ছে ২৮ দিনের। এখানে গ্রাহকরা যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা পাবেন। সাথে গ্রাহকদের জন্য থাকছে প্রতিদিন ১ জিবি করে নেট এর সুবিধা ও ১০০ টি এসএমএস। এছাড়াও ভোডাফোনের পক্ষ থেকে ভোডাফোন প্লে ফ্রি মেম্বারশিপ দেওয়া হবে এই প্ল্যান এ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

৩৯৯ টাকার প্ল্যান: ভোডাফোন তার গ্রাহকদের জন্য ৩৯৯ টাকা প্ল্যান এর ভ্যালিডিটি দিচ্ছে ৫৬ দিন। এখানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা ও ১০০ টি এসএমএস এর সুবিধা। এছাড়াও যেকোন নেটওয়ার্কে দেয়া হচ্ছে এই প্ল্যান টিতে। এছাড়াও ভোডাফোনের পক্ষ থেকে ভোডাফোন প্লে ফ্রি মেম্বারশিপ দেওয়া হবে এই প্ল্যান এ।

৪৯৯ টাকার প্ল্যান: ভোডাফোনের এই প্ল্যান টির ভ্যালিডিটি ৫৬ দিন। এখানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি ইন্টারনেট ও ৯০ টি করে এসএমএস পাবেন। তাছাড়াও বিভিন্ন নেটওয়ার্কে আনলিমিটেড কল এর সুযোগ পাবেন। এর সাথে থাকছে ভোডাফোন প্লেয়ার ফ্রি মেম্বারশিপ।

About Author
news-solid আরও পড়ুন