টেলিকম পরিষেবার বাজারে বিভিন্ন সময়ে প্রতিযোগিতা বেড়েই চলেছে।প্রত্যেক কোম্পানিই গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন প্ল্যান এনেছে বিভিন্ন সময়ে। বর্তমানে প্রতি মাসে রিচার্জ করা ভীষণই ঝামেলার বিষয়। প্রত্যেক গ্রাহকই চায় এমন কোনো রিচার্জ প্ল্যান যেটা হবে কমদামী অথচ বেশি বৈধতা সম্পন্ন। এমনই অফার আনা হল ভোডাফোনের তরফ থেকে। ৪৯৯ টাকার একটি অফার এনেছে ভোডাফোন যেখানে থাকবে বেশি বৈধতা এবং বেশি সুবিধা।
আরও পড়ুন : মাসে খরচ মাত্র ১০৮ টাকা, BSNL নিয়ে এলো চারটি দুর্দান্ত প্ল্যান
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআসুন বিস্তারিতভাবে জেনে নিই অফারটি সম্পর্কে-
প্রতিদিন ১.৫ জিবি ডেটা + সব নেটওয়ার্কে আনলিমিটেড কল + ১০০ এসএমএস + Zee5-এর সাবস্ক্রিপশন। বৈধতা ৭০ দিন।