Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভোডাফোন-আইডিয়ার নতুন স্কিম! মাত্র ৭৯৯ টাকা দিয়ে কিনুন যেকোনো ব্র্যান্ডের নতুন স্মার্টফোন!

ভারতের সবচেয়ে বড় মোবাইল অপারেটর ভোডফোন-আইডিয়া সম্প্রতি হোম ক্রেডিট ইন্ডিয়ার সাথে একটি পার্টনারশিপ করেছে। এতে তারা গ্রাহকদের নতুন যে কোনো কোম্পানির স্মার্টফোন দেবে মাত্র ৭৯৯ টাকার ডাউনপেমেন্টে। বাকি টাকাটা ইএমআই…

Avatar

ভারতের সবচেয়ে বড় মোবাইল অপারেটর ভোডফোন-আইডিয়া সম্প্রতি হোম ক্রেডিট ইন্ডিয়ার সাথে একটি পার্টনারশিপ করেছে। এতে তারা গ্রাহকদের নতুন যে কোনো কোম্পানির স্মার্টফোন দেবে মাত্র ৭৯৯ টাকার ডাউনপেমেন্টে। বাকি টাকাটা ইএমআই এ শোধ করতে পারবেন গ্রাহক। এরই সাথে ভোডফোন-আইডিয়ার তরফ থেকে গ্রাহকদের জন্য ১৮০ দিনের একটি এড অন বেনিফিট ফ্রিতে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই এড অন প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এর পাশাপাশি ১৮০ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি করে ডাটা ও ১০০ করে এসএমএস ফ্রিতে দেওয়া হবে।

ভোডফোন-আইডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে, স্মার্টফোনের দাম শুরু হবে ৩৯৯৯ টাকা থেকে। যেকোনো লেটেস্ট স্মার্টফোন নিতে পারবেন গ্রাহক এখান থেকে। হোম ক্রেডিট সারা দেশের মোট ১৭৯ টি শহরের ২৯০০০ পয়েন্ট অফ সেল (PoS) এ এই সুবিধা আনবে বলে জানানো হয়েছে ভোডফোন-আইডিয়ার তরফ থেকে। হোম ক্রেডিটের এই পয়েন্ট অফ সেল (PoS) এ গিয়ে নিজের পুরানো ফোন বদলে সহজেই যে কেউ নিতে পারবে নতুন স্মার্টফোন মাত্র ৭৯৯ টাকার ডাউনপেমেন্টে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভোডফোন-আইডিয়ার অপারেশন ডিরেক্টর অবনীশ খোসলার কথায়, ‘ভারতে এখনও অনেক মানুষই স্মার্টফোন ব্যবহার করেন না। অনেকেই স্মার্টফোন কেনার টাকাটা একসাথে জোগাড় করতে পারেন না। তাদের জন্যই আমাদের এই সুবিধা আনা। ভারতের যেকোনো হোম ক্রেডিটের পয়েন্ট অফ সেল এ গিয়ে এবার যে কেউই নিতে পারবেন তার পছন্দের স্মার্টফোন। আমাদের লক্ষ্য সেটাই।’

এরকম সমস্ত আপডেট পেতে উপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।

About Author