টেক বার্তা

Vivo SmartPhone: ফোনপ্রেমীদের জন্য দারুণ সুখবর, নতুন ফোন লঞ্চ করল Vivo

Advertisement
Advertisement

Vivo ফোন ভিভো লাভারদের জন্য রইল বড় খবর। এই ভিভো তার গ্রাহকদের জন্য ভিভো ভি৩০ স্মার্টফোন লঞ্চ করেছে। বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে এই ভিভো ফোন। ভিভোর এই ফোনটি ভারত, ইন্দোনেশিয়া, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে আনা হয়েছে।

Advertisement
Advertisement

Vivo V30 স্মার্টফোনটি Vivo S18 এর একটি পরিবর্তিত সংস্করণ। সংস্থার ভিভো এস১৮ স্মার্টফোনটি গত বছরের ডিসেম্বরে চীনে লঞ্চ হয়েছিল। যদিও সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোনটির দাম সম্পর্কে এই মুহূর্তে তথ্য প্রকাশ করা হয়নি। Vivo V30 স্মার্টফোনটি কোম্পানি স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপসেটের সাথে লঞ্চ করেছে। ডিসপ্লে- Vivo V30 স্মার্টফোনটি 6.78 ইঞ্চি, কার্ভড এজ AMOLED প্যানেল, 1280 x 2800 পিক্সেল 1.5K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট সহ কোম্পানি চালু করেছে।

Advertisement

Advertisement
Advertisement

RAM এবং Storage- Vivo V30 স্মার্টফোনটি কোম্পানি 8 GB RAM + 128 GB স্টোরেজ, 8 GB RAM + 256 GB স্টোরেজ, 12 GB RAM + 256 GB স্টোরেজ এবং 12 GB RAM + 512 GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে। ভিভোর সদ্য উন্মোচিত ফোন ৫০ মেগাপিক্সেল ওমনিভিশন ওভি৫০ই সেলফি ক্যামেরায় অটোফোকাস সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনের পিছনে ওআইএস সাপোর্ট সহ 50 এমপির মূল ক্যামেরা রয়েছে। ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং অরা এলইডি ফ্ল্যাশ।

ব্যাটারি- ভিভোর নতুন এই ফোনে 5,000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।

অপারেটিং সিস্টেম- ফানটাচ ওএস ১৪ এর সাথে আনা হয়েছে ভিভো ভি৩০ স্মার্টফোনটি। ভি 30 50 মাসের মসৃণ অভিজ্ঞতা এবং 4 বছরের সফ্টওয়্যার আপডেট সরবরাহ করে।

Advertisement

Related Articles

Back to top button