Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শাহিদ কাপুরের দুষ্টু শালিকা রূপে-গুণে টেক্কা দেন বলি ডিভাদের, বর্তমান ঝলক দেখলে অবাক হবেন

অমৃতা প্রকাশ নামটা অপরিচিত নয় দর্শকমহলের কাছে। শাহিদ কাপুর ও অমৃতা রাও অভিনীত 'বিবাহ' ছবির সাথে তার নাম জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। এই ছবি মাত্র ১৯ বছর বয়সেই তাকে এক বিপুল…

Avatar

অমৃতা প্রকাশ নামটা অপরিচিত নয় দর্শকমহলের কাছে। শাহিদ কাপুর ও অমৃতা রাও অভিনীত ‘বিবাহ’ ছবির সাথে তার নাম জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। এই ছবি মাত্র ১৯ বছর বয়সেই তাকে এক বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল সাধারণের মাঝে। ‘বিবাহ’ ছবিতে অমৃতা রাওয়ের বোন ছুটকির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আজও দর্শকমহলের একাংশের কাছে শাহিদ কাপুরের এই অনস্ক্রিন শালিকা ছুটকি নামেই পরিচিত। তবে বর্তমান সময়ে তাকে দেখলে রীতিমত অবাক হতে হয়। তিনি রূপে-গুণে এখন টেক্কা দেন বড় বড় বলি তারকাদেরও। তারই বেশ কিছু ঝলক সম্প্রতি ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিনেত্রী মাত্র ৪ বছর বয়সেই প্রথম দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে। ডাবর ও গ্লুকন্ডির অ্যাডে দেখা গিয়েছিল তাকে। সেই শুরু, তারপর একাধিক হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। ‘বিবাহ’ ছাড়াও ‘এক বিবাহ অ্যাসি ভি’, ‘তুম বিন’, ‘উই আর ফ্যামিলি’, ‘ম্যায়নে দিল তুঝকো দিয়া’র মতই একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। হিন্দি ছাড়াও মালায়ালাম ছবিতে অভিনয় করেছেন অমৃতা প্রকাশ। উল্লেখ্য, এই ৩৫ বছর বয়সী অভিনেত্রীর জন্ম জয়পুরে হলেও কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে মুম্বাই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন তিনি।

তবে বলাই বাহুল্য, ‘বিবাহ’এর সেই ছুটকি বদলে গিয়েছে অনেকটাই। এই ছুটকিকে চিনতে বেগ পেতে হচ্ছে অনেকেরই। রূপে-গুণে মোহময়ী হয়ে উঠেছেন তিনি। তার ফিটনেস ও স্টাইল বলে বলে টেক্কা দিতে পারে একাধিক বলি ডিভাদের। বাস্তবে তিনি যে যথেষ্ট স্টাইলিশ, সেকথা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। বর্তমানে একাধিক বোল্ড মোহময়ী ফটোশুটেও অংশ নিতে দেখা যায় অভিনেত্রীকে। তিনি যে যেকোনো ধরনের পোশাকেই সাবলীল, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় অমৃতা প্রকাশের বেশ কিছু ছবি ভাইরাল হওয়ার পর থেকেই নেটনাগরিকদের একাংশের নজর কেড়েছেন অভিনেত্রী। আর সেই সূত্র ধরেই একাংশের মাঝে পুনরায় চর্চিত তিনি।

About Author