Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাম মন্দির নির্মাণের জন্য এবার বীরভূমের তারাপীঠ থেকে জল এবং মাটি যাচ্ছে অযোধ্যায়

আগামী ৫ই আগস্ট অযোধ্যায় ভূমিপূজো হবে রামমন্দিরের। রাম মন্দির নির্মাণের জন্য এবার বীরভূমের তারাপীঠ থেকে জল এবং মাটি যাচ্ছে অযোধ্যায়। তারাপীঠের জীবিতকুন্ডের জল, দ্বারকা নদীর জল ও মহাশ্মশানের মাটি পাঠানো…

Avatar

আগামী ৫ই আগস্ট অযোধ্যায় ভূমিপূজো হবে রামমন্দিরের। রাম মন্দির নির্মাণের জন্য এবার বীরভূমের তারাপীঠ থেকে জল এবং মাটি যাচ্ছে অযোধ্যায়। তারাপীঠের জীবিতকুন্ডের জল, দ্বারকা নদীর জল ও মহাশ্মশানের মাটি পাঠানো হবে অযোধ্যায়। মঙ্গলবার বীরভূমের তারাপীঠে বিশ্ব হিন্দু পরিষদের তরফে আয়োজন করা হয় এক যজ্ঞের। এই যজ্ঞ করে মন্দির নির্মাণের জন্য মৃত্তিকা পূজো করা হয়। মৃত্তিকা পূজোর জন্য দ্বারকা নদী ও জীবিত কুণ্ডের জল আনা হয়। একই সাথে তারাপীঠ মহাশ্মশানের মাটি দিয়ে করা হয় এই মৃত্তিকা পূজো।

বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়েছে এই মহা যজ্ঞের ভস্ম এবং পূজোর উপকরণ কলসিতে করে পাঠানো হবে অযোধ্যায়। আগামী ৫ই আগস্ট রাম মন্দিরের ভূমিপূজোয় এই উপকরণ গুলি ব্যবহার করা হবে। বিশ্ব হিন্দু পরিষদের সেন্ট্রাল কমিটির সদস্য স্বামী প্রজ্ঞানন্দ গিরি এই বিষয়ে বলেছেন, “রাম মন্দির নির্মাণকল্পে বিশ্ব হিন্দু পরিষদের তরফে তারাপীঠে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। সাধক শ্রেষ্ঠ বামাক্ষ্যাপা, কৈলাশপতি রামকেশ্বর মহাদেব যেখানে বিরাজ করতেন সেই পুণ্যভূমির মাটি এবং জল পাঠানো হবে অযোধ্যায়।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আগামী ৫ই আগস্ট রামমন্দিরের ভূমিপূজোর দিন ঠিক হয়েছে। ভুমিপূজায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামমন্দির ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রাই বলেছেন, “দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠলে আমরা দেশের চার লক্ষ অঞ্চলে ১০ কোটি মানুষের কাছে যাব মন্দির নির্মাণের আর্থিক সহায়তার জন্য।”

About Author