Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘এই বিশ্বকাপ কোহলির জন্য স্মরণীয় হতে চলেছে’, ভবিষ্যৎবাণী করলেন বীরেন্দ্র শেওয়াগ

আজ ২২ গজের মহারণে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার পূর্বে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে বড় ভবিষ্যৎবাণী করলেন ভারতের প্রাক্তন কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র শেওয়াগ। পাকিস্তান ম্যাচের আগেই তিনি সরাসরি…

Avatar

আজ ২২ গজের মহারণে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার পূর্বে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে বড় ভবিষ্যৎবাণী করলেন ভারতের প্রাক্তন কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র শেওয়াগ। পাকিস্তান ম্যাচের আগেই তিনি সরাসরি জানিয়েছেন, চলতি বিশ্বকাপ বিরাট কোহলির জন্য হবে স্মরণীয়। যদিও কেন তিনি এমন মন্তব্য করেছেন, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন তিনি।

শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে মোটের উপর দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। মূলত তার জয়সূচক ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিশ্চিত পরাজিত হওয়া ম্যাচে জয়ের স্বাদ গ্রহণ করতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। ফলে, তিনিই যে চলতি বিশ্বকাপে নিজের সেরাটা দলের জন্য উপহার দেবেন সে কথা বলে দিতে হয় না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য, ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ এদিন এক টুইট বার্তায় লিখেছেন,’এই দুইজনকে দেখে আমি খুশি। দারুন ফর্মে রয়েছেন বিরাট। সেটা হোক ২/৩ কিংবা ১৫০/১, লম্বা ইনিংস খেলতে সর্বদা প্রস্তুত বিরাট কোহলি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, চলতি বিশ্বকাপ তার জন্য স্মরণীয় হতে চলেছে। তাছাড়া রোহিতকে ফর্মে দেখা সব সময় আনন্দের বিষয়। রোহিত, বুমরাহ এবং কোহলি আমাদের অভিজ্ঞ ক্রিকেটার। যারা ভাল খেলছেন এবং আমাদের জন্য জয় এনে দিচ্ছেন।’

আমরা আপনাদের জানিয়ে রাখি, চলতি বিশ্বকাপে জোড়া জয় দিয়ে সফলভাবে বিশ্বকাপের যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। যেখানে ইতিমধ্যে বিরাট কোহলির ব্যাট থেকে ৮৫ এবং অপরাজিত ৫৫ রানের ইনিংস এসেছে। ফলে ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, চলতি বিশ্বকাপে বিরাট কোহলির ব্যাটিংয়ের ওপর নির্ভর করে ভালো কিছু করবে টিম ইন্ডিয়া।

About Author