Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Team India: তবে কি এবার BCCI-এর মসনদে বসতে চলেছেন বীরেন্দ্র শেবাগ? তুলকালাম ক্রিকেট মহলে

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানানোর পর বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে ক্রিকেট মাঠে দায়িত্ব পালন করছেন ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ। ধারাভাষ্যকার হিসেবে দেখা গেলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে কোন…

Avatar

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানানোর পর বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে ক্রিকেট মাঠে দায়িত্ব পালন করছেন ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ। ধারাভাষ্যকার হিসেবে দেখা গেলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে কোন রকম যোগাযোগ রাখেননি তিনি। তবে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে পা গলাতে চলেছেন বীরেন্দ্র শেবাগ। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে তাকে যে বার্ষিক পারিশ্রমিক অফার করা হতে পারে, তা পছন্দ নাও হতে পারে কিংবদন্তি এই ক্রিকেটারের। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণ করলে বার্ষিক এক কোটি টাকা পারিশ্রমিক পাবেন বীরেন্দ্র শেবাগ।

আজ্ঞে হ্যাঁ, সমস্ত জল্পনা সত্যি করে ভারতীয় ক্রিকেট বোর্ডের পুরুষ দলের প্রধান দল নির্বাচক নিয়োজিত হতে পারেন বীরেন্দ্র শেবাগ। প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, মাস ছয়েক আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়েছেন চেতন শর্মা। তারপর থেকে এখনও এই পদ থেকে গেছে ফাঁকা। তবে চলতি বছরের ৫ অক্টোবর থেকে দেশের মাটিতে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। ফলে যেকোন মতেই সেই শূন্যস্থান পূরণ করার অঙ্গীকার গ্রহণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য, ভারতের প্রাক্তন দল নির্বাচক চেতন শর্মা মাস ছয়েক আগে গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। আসলে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের বিভিন্ন পরিকল্পনা এবং দলের গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে খোলাখুলি আলোচনা করেছিলেন। যার ফলশ্রুতিতে এমনিতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে গুরুত্বপূর্ণ এই পদ থেকে সরিয়ে দেওয়া হতো চেতন শর্মাকে। তবে তার আগে তিনি নিজেই ইস্তফা দেন।

বর্তমানে চেতন শর্মার অনুপস্থিতিতে তার জায়গায় প্রাক্তন ওপেনার শিব সুন্দর দাস। পাশাপাশি ক্রিকেট বোর্ডের এই প্যানেলে তার সাথে রয়েছেন এস শরত (দক্ষিণাঞ্চল), সুব্রত বন্দ্যোপাধ্যায় (মধ্যাঞ্চল), ও সলিল আঙ্কোলা (পশ্চিমাঞ্চল)। এবার চেতন শর্মার মত উত্তারঞ্চলের কোন মানুষকে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই তালিকায় যে নামটি সবার প্রথমে রয়েছে তিনিই হলেন বীরেন্দ্র শেবাগ।

About Author
news-solid আরও পড়ুন