Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Virat Kohli: ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ‘কিং কোহলি’, গড়বেন এই অবিশ্বাস্য রেকর্ড

আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নেমেছে ভারতীয় দল। আর সিরিজের প্রথম টেস্ট ম্যাচেই নাগপুরের সবুজ গ্রাউন্ডে বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। চলতি এই…

Avatar

আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নেমেছে ভারতীয় দল। আর সিরিজের প্রথম টেস্ট ম্যাচেই নাগপুরের সবুজ গ্রাউন্ডে বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। চলতি এই সিরিজে অজিদের বিপক্ষে চারটি টেস্ট ম্যাচ খেলবে বিরাট কোহলিরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আসুন জেনে নেওয়া যাক, কোন বিস্ময়কর রেকর্ড করতে চলেছেন বিরাট কোহলি-

অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে বিরাট কোহলি মাত্র ৬৪ রান সংগ্রহ করতে পারলেই দুর্দান্ত এই রেকর্ড নিজের নামে করবেন ভারতীয় রান মেশিন। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তাদের মধ্যে এমন কোন ক্রিকেটার নেই যারা এই রেকর্ডের ধারেপাশে রয়েছেন। তাছাড়া শচীন টেন্ডুলকারের পরে ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করতে চলেছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুর টেস্ট ম্যাচে ৬৪ রান সংগ্রহ করলেই ব্যক্তিগত ২৫,০০০ হাজার রানের গন্ডি স্পর্শ করবেন বিরাট কোহলি। বর্তমানে সব প্রকার আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে তার রান সংগ্রহের পরিমাণ ২৪,৯৩৬। বিরাট কোহলি একমাত্র সক্রিয় ক্রিকেটার যিনি এই রেকর্ড অর্জনের খুব কাছে দাঁড়িয়ে রয়েছেন। ইতিপূর্বে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষস্থান দখল করে রয়েছেন শচীন টেন্ডুলকার। তিনি সমস্ত প্রকার আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে মোট ৩৪,৩৫৭ রান করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা-
১. শচীন টেন্ডুলকার (ভারত)- 34357 রান
২. কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)- 28016 রান
৩. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- 27483 রান
৪. মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)- 25957 রান
৫. জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) – 25534 রান
৬. বিরাট কোহলি (ভারত) – 24936 রান

About Author