Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Virat Kohli: বিরাট রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি, দরকার মাত্র একটি অর্ধশত রানের ইনিংস

চলতি আইপিএলেই বিরাট কোহলি নিজের নামে আরও একটি রেকর্ড যুক্ত করতে পারেন। আর তার জন্য প্রয়োজন আর একটি মাত্র অর্ধশত রানের ইনিংস। গতকাল আইপিএলের এলিমিনেটর ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে বিরাটের…

Avatar

চলতি আইপিএলেই বিরাট কোহলি নিজের নামে আরও একটি রেকর্ড যুক্ত করতে পারেন। আর তার জন্য প্রয়োজন আর একটি মাত্র অর্ধশত রানের ইনিংস। গতকাল আইপিএলের এলিমিনেটর ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে বিরাটের ব্যাট থেকে লম্বা ইনিংস আশা করেছিল ক্রিকেট প্রেমীরা। তবে ২৪ বল মোকাবেলা করে মাত্র ২৫ রানের ইনিংস খেলে আবেশ খানের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। সুতরাং বিস্ময়কর সেই রেকর্ড গড়তে আরও একটি ম্যাচ অপেক্ষা করতে হবে বিরাট কোহলিকে।

গতকাল লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ১৪ রানে জয়লাভের সুবাদে আগামীকাল রাজস্থানের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। সেই ম্যাচে বিরাট কোহলি তার লক্ষ্য পূরণ করবেন বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চলতি আইপিএলে ব্যাট হাতে ধারাবাহিক ছন্দে না থাকলেও একাধিক রেকর্ড নিজের নামে করেছেন বিরাট। আর একটি মাত্র অর্ধশত রানের ইনিংস খেললে তিনিই হবেন বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি কোনো একটি ফ্র্যাঞ্চাইজি লীগে একটি দলের জন্য অর্ধশত রানের অর্ধশত ইনিংস খেলবেন। অর্থাৎ ব্যাঙ্গালোরের জার্সিতে ৫০টি অর্ধশত রানের ইনিংস খেলার কৃতিত্ব অর্জন করবেন। বর্তমানে আইপিএলে তার অর্ধশত রানের ইনিংসের পরিমাণ ৪৯টি।

চলতি আইপিএলে ছন্দ ছাড়া বিরাট কোহলির ব্যাট থেকে সর্বাধিক ৭৩ রানের ইনিংসটি এসেছিল গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে তথা গুজরাটের বিরুদ্ধে। বিরাট কোহলি চলতি আইপিএলে মাত্র ২৩ গড়ে এখনো পর্যন্ত ৩৩৪ রান সংগ্রহ করেছেন।

About Author