খেলা

রজত পতিদারে মুগ্ধ বিরাট কোহলি, ব্যাঙ্গালোরের চোখে এখন শিরোপা জয়ের স্বপ্ন

বিশ্বাস রাখার জন্য।" আপনাদের জানিয়ে রাখি, আইপিএল নিলামে বিক্রি না হওয়ার পরে রজত পাতিদার ঠিক করে নিয়েছিলেন, মে মাসের শুরুর দিকে বিয়েটা করে ফেলবেন। সেই মতো ৯ মে ইনদওরে হোটেল ভাড়াও করে ফেলা হয়েছিল। তারপর

Advertisement

Advertisement

আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থাকা রজত পাতিদারের ভাগ্য যে এভাবে লেখা হবে তা হয়তো নিজেও কল্পনা করেনি তিনি। পরিবর্তক ক্রিকেটার হিসেবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর শিবিরে যোগ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার রজত পাতিদার। আর সেই তরুণ ক্রিকেটারের কাঁধে ভর দিয়ে লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে জয়লাভ করলো ব্যাঙ্গালোর শিবির। কাহিনীর সূত্রপাত ঘটে গ্রুপ পর্যায়ের দ্বিতীয় ম্যাচ থেকে। কারণ চোটের জন্য গোটা আইপিএল মরশুম থেকে ছিটকে যান লুবনিথ সিসোদিয়া। মূলত তাঁর পরির্তক হিসেবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তাদের দলে যুক্ত করেন আনক্যাপড ক্রিকেটার রজত পাতিদারকে।

Advertisement

ব্যাঙ্গালোরের দুঃসময়ে মাত্র ৫৪ বল মোকাবেলা করে ১১২ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন তিনি। আর এর সাথে সাথে আইপিএলের ইতিহাসে এক যুগান্তকারী ইতিহাস লিখেছেন রজত পাতিদার। আইপিএলের ইতিহাসে আনক্যাপড ক্রিকেটার হিসেবে প্রথম শতরানের ইনিংস খেলার গৌরব অর্জন করেছেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে আইপিএলের ১৪ আসরে প্লে অফের ম্যাচগুলোতে শতরানের ইনিংস আসেনি কারো ব্যাট থেকে।

এদিকে রজত পতিদারের বিধ্বংসী ইনিংসকে চলতি আইপিএলের সেরা ইনিংস হিসেবে দেখছেন বিরাট কোহলি। এদিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেন, “চলতি আইপিএলে একাধিক লম্বা ইনিংস এসেছে এসেছে ঠিকই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস ছিল রজত পাতিদারের ১১২ রানের ইনিংস। দল রীতিমতো চাপে পড়ে গিয়েছিল। প্রচণ্ড চাপের মধ্যে থেকেও সাবলীল ছন্দে যে ইনিংস খেলেছে ও তা প্রশংসার দাবি রাখে।”

Advertisement

বিরাট কোহলি আরও বলেন,”আমি আমার ক্যারিয়ারে খুব কম ক্রিকেটার দেখেছি যারা একটিমাত্র ম্যাচে একটি দলের জন্য এতটা প্রভাব বিস্তার করেছে। একজন ব্যাটসম্যান হয়ে যদি আমি তার এই ইনিংসকে সম্মান না করি তবে সেটা সবচেয়ে বড় অপরাধ হবে। রজত যেটা করেছে সেটা বিশেষ ব্যাপার। আর সেটা আমাদের মেনে নিতেই হবে। আমার তো মনে হয় না কেউ এই ইনিংসটাকে অবহেলা করতে পারবে।”

Advertisement

যাকে নিয়ে বিরাট কোহলি এত প্রশংসায় ভাসলেন সেই রজত পাতিদার এক টুইট বার্তায় লিখেছেন, “ধন্যবাদ বিরাট কোহলি। আমার উপর এতটা আস্থা এবং বিশ্বাস রাখার জন্য।” আপনাদের জানিয়ে রাখি, আইপিএল নিলামে বিক্রি না হওয়ার পরে রজত পাতিদার ঠিক করে নিয়েছিলেন, মে মাসের শুরুর দিকে বিয়েটা করে ফেলবেন। সেই মতো ৯ মে ইনদওরে হোটেল ভাড়াও করে ফেলা হয়েছিল। তার পরেই পরিবর্ত ক্রিকেটার হিসেবে দলে ডাক পান রজত। এর পরেই আইপিএলে সৃষ্টি করেছেন নতুন ইতিহাস।

Recent Posts