বিনোদন

নিজের দোষেই বচ্চন পরিবারের পুত্রবধূ হতে পারেননি রানী, কিন্তু বিয়ে করতে হয়েছে তার থেকে বড় পুরুষকে

Advertisement

Advertisement

রানী মুখার্জ্জী বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী। নব্বইয়ের দশকের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন তিনি। শুরুর সময় থেকেই একাধিক হিট ছবি উপহার দিয়ে গেছেন নিজের দর্শকদের। বর্তমানে অভিনেত্রীকে বড়পর্দায় বিশেষ দেখা যায় না। এখন খুব বাছাই করা ছবিতেই অভিনয় করেন তিনি। এই মুহূর্তে নিজের বেশিরভাগ সময়টাই পরিবারকে দিতে পছন্দ করেন অভিনেত্রী। তবে সম্প্রতি নিজের পুরনো সম্পর্কের সূত্র ধরেই চর্চায় তিনি।

Advertisement

একটা সময় অভিষেক বচ্চনের সাথে নিজের সম্পর্ক নিয়ে প্রায়ই চর্চায় থাকতেন মিডিয়াতে। সেইসময় তাদের সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন প্রায় সকলেই। তাদের সেই সম্পর্ক গড়িয়েছিল বিয়ে পর্যন্তও। তবে শেষপর্যন্ত জয়া বচ্চনের জন্যই বিয়ে ভেঙে যায় তাদের। জয়া বচ্চন চাননি রানী মুখার্জ্জী তাদের পরিবারের পুত্রবধূ হয়ে আসুক। অবশ্য তার পিছনে ছিল একটি যুক্তিযুক্ত কারণ। সেই কারণের কথা শুনলে অবাক হবেন আপনারাও। নিজের কারণেই অভিষেকের সাথে সংসার বাঁধতে পারেননি অভিনেত্রী।

Advertisement

Advertisement

নিজের কর্মজীবনে বলিউডের বিগবি অমিতাভ বচ্চনের সাথেও স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে ঘনিষ্ঠ দৃশ্যেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাদের। ২০০৫’এ সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ‘ব্ল্যাক’ ছবিতে অমিতাভ বচ্চনের সাথে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সেখানেই একটি চুম্বনের দৃশ্যে দেখা গিয়েছিল তাদের। আর সেই কারণবশতই রানী মুখার্জ্জীকে বচ্চন পরিবারের পুত্রবধূ বানাতে রাজি হননি জয়া বচ্চন।

তার মতে, অভিষেকের সাথে রানীর সম্পর্ককে মান্যতা দিলে পরবর্তীকালে সেই নিয়ে প্রশ্ন উঠতে পারে। যেকোনো কারণবশতই হোকা আঁঙুল উঠতে পারে বচ্চন পরিবারের দিকে। আর সেই সুযোগ কাউকেই দিতে চাননি অমিতাভ পত্নী। তাই সেই বিয়েতে মান্যতা দিতে ঘোর বিরোধী ছিলেন তিনি। মায়ের অমতে বিয়ে করতে চাননি ছেলে অভিষেকও। তাই সেই সম্পর্ক থেকে সরে এসেছিলেন অভিনেতা। এরপর ২০০৭’এর ২০’শে এপ্রিল বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের সাথে সাত পাকে বাঁধা পড়েন অভিনেতা। উল্লেখ্য, রানী মুখার্জ্জীও ২০১৪’র ২১’শে এপ্রিল আদিত্য চোপড়ার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে এই দুই তারকাই আলাদাভাবে নিজেদের সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।

Recent Posts