Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শ্রীনগরে শহীদ জওয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল, কী লেখা আছে তাতে?

শ্রীনগর: বয়স মাত্র ২০। পরিবারে রয়েছে বাবা-মা, দুই দিদি এবং স্কুল পড়ুয়া এক ভাই। তাদের জন্য এবং দেশের জন্য কিছু করতে হবে এই ব্রত এবং চোখে রঙিন স্বপ্ন নিয়ে ভারতীয়…

Avatar

শ্রীনগর: বয়স মাত্র ২০। পরিবারে রয়েছে বাবা-মা, দুই দিদি এবং স্কুল পড়ুয়া এক ভাই। তাদের জন্য এবং দেশের জন্য কিছু করতে হবে এই ব্রত এবং চোখে রঙিন স্বপ্ন নিয়ে ভারতীয় সেনা দলে যোগ দিয়েছিলেন যশ দেশমুখ। মারাঠা লাইট ইনফ্যান্ট্রি ১০১ ব্যাটেলিয়ানের জওয়ান ছিলেন তিনি। কিন্তু ২৬/১১ মুম্বই হামলার ১২ বছর পূর্তির দিন যশের সব ব্রত ও সব রঙিন স্বপ্ন শেষ হয়ে যায়। এদিনই জম্মুর শ্রীনগরের এইচএমটি এলাকায় জঙ্গি হানার ঘটনা ঘটে। অতর্কিতে ভারতীয় সেনাদের ওপর এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে পাক জঙ্গীরা। আর তাতেই দু জন সেনা জওয়ান শহীদ হয়েছেন। এই দুজনের মধ্যে একজন হলেন ২০ বছরের এই যশ দেশমুখ।

এই ঘটনার একদিন আগে অর্থাৎ বুধবারই এক বন্ধুর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয় যশোর। সেখানে তিনি মজার ছলে বন্ধুকে লিখেছিলেন, ‘আমরা সৈনিক। আজ আছি কাল নেই।’ যশের মজার ছলে এই কথাই কার্যত সত্যি হয়ে গেল। এখন ভারতীয় সেনার জওয়ানের এই হোয়াৎসঅ্যাপ কথোপকথনেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যশের মৃত্যু তাঁর পরিবারের পাশাপাশি মেনে নিতে পারছে না তাঁর বন্ধুরাও। গত বছরই মহারাষ্ট্র থেকে কর্ণাটকে গিয়ে সেনা দলে যোগ দেওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলেন যশ। তিলে তিলে নিজেকে তৈরি করেছিলেন। কিন্তু সবকিছুই বৃথা হয়ে গেল পাক মদদপুষ্ট জঙ্গিদের কাপুরুষোচিত আক্রমণের কারণে। কার্যত যশের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

About Author