Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral Video: পার্পেল শাড়িতে রিম সমীর শেখের সৌন্দর্যে হৃদয় হারালেন যুবকরা, নেটিজেনদের প্রতিক্রিয়া “ওয়াও”

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে বর্তমানে শুধু সংবাদ শিরোনামে বলিউড অভিনেতা-অভিনেত্রীরাই থাকছেন না, বরং নিজেদের কর্মকান্ডের জন্য অনেক সাধারন মানুষ উঠে আসছেন শিরোনামের পাতায়। আবার নিজের অজান্তেই অনেকে ভাইরাল হচ্ছে নেট পাড়ায়।…

Avatar

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে বর্তমানে শুধু সংবাদ শিরোনামে বলিউড অভিনেতা-অভিনেত্রীরাই থাকছেন না, বরং নিজেদের কর্মকান্ডের জন্য অনেক সাধারন মানুষ উঠে আসছেন শিরোনামের পাতায়। আবার নিজের অজান্তেই অনেকে ভাইরাল হচ্ছে নেট পাড়ায়। আবার অনেকেই ভাইরাল হওয়ার জন্য সাহসের সর্বসীমা অতিক্রম করছেন। তবে ইন্টারনেটে প্রতিমুহূর্তে ভাইরাল হওয়া হাজার হাজার ভিডিওর মধ্যে সাহসী ভিডিওগুলো একটু বেশিই পছন্দ করেন নেটিজেনরা। আর সেই কারণে অনেক মেয়ে বাধা-নিষেধের সমস্ত সীমা অতিক্রম করেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য।

সোশ্যাল মিডিয়ায় তরুণীদের রাজত্ব

এই প্রথম বার নয় যে, ভারতীয় তরুণীর ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ইন্টারনেটের সহজলভ্যতার কারণে বিগত কয়েক বছরে এমন একাধিক ভারতীয় তরুণীরা পরিণত হয়েছেন সোশ্যাল মিডিয়া সেন্সেশনে। যারা তাদের মন মুগ্ধকর নাচের মাধ্যমে লাখ লাখ ফ্যান ফলোয়িং তৈরি করেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় নয়নাভিরাম নাচের ভিডিওগুলির তুলনায় সাহসী ডান্সের ভিডিওগুলি ভাইরাল হয় মুহূর্তের মধ্যে। সোফিয়া আনসারী, এঞ্জেল রাই সহ একাধিক ভারতীয় যুবতীরা ইতিমধ্যে তা প্রমাণ করেছেন।

ভাইরাল হচ্ছে এই ভিডিও

আর এই ভাইরাল হওয়া যুবতীদের তালিকার প্রথম সারিতে রয়েছেন অভিনেত্রী রিম সমীর শেখ। বিগত কয়েক বছরে ডিজিটাল প্লাটফর্মের সৌজন্যে বেশ পরিচিতি লাভ করেছেন রিম সমীর শেখ। নিজের লাবণ্যময়ী রূপের কারণেও সর্বদা আলোচিত হন তিনি। বর্তমানে এই সাহসী তরুণীর একটি মোহনীয় ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে তাকে পার্পেল রঙের শাড়িতে ক্যামেরার সামনে সাহসী পোজ দিতে দেখা গেছে। ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওটি দেখার পর একজন লিখেছেন,”সত্যিই তুমি রাধা”। অন্য একজন লিখেছেন,”মেয়েটি সত্যিই কিউট”।
 
View this post on Instagram
 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

About Author