আজকালকার দিনে কমবেশি সকলেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবার সাথে বহুল পরিচিত। প্রযুক্তির দুনিয়াতে তাল মিলিয়ে চলতে গেলে মোবাইল ফোন থাকা খুবই জরুরি। আর যাদের স্মার্টফোন আছে তাদের কাছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, এমন সংখ্যা হয়তো খুবই কম। বলা যেতে পারে, আলাদিনের আশ্চর্য প্রদীপ হল সোশ্যাল মিডিয়া। এতে দিন দুনিয়ার বিভিন্ন খবর এক ক্লিকেই পাওয়া যায়।
এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ধরনের ভিডিও। কখনো কোনো নাচের ভিডিও নেটিজেনদের পছন্দ হয়, তো কখনও গানের ভিত্তিতে অভিনয়ের শর্ট ভিডিও সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে আসে। আসলে অনেকেই বিভিন্ন দিকে প্রতিভাবান হয়। আবার অনেক সময় ভাইরাল হয় রোমহর্ষক স্টান্টের ভিডিও। জীবনের বাজি রেখে মোটরসাইকেলে চরে স্টান্ট করে থাকে অনেকেই। সম্প্রতি উত্তরপ্রদেশের লখনৌতে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভাইরাল হওয়া ভিডিওটি লখনৌ এর ব্যস্ততম এলাকা হজরতগঞ্জে। ভিডিওতে দেখা গিয়েছে রাস্তায় বাইকে চড়ে স্টান্ট করছেন এক যুবক যুবতী। তারা ব্যস্ত রাস্তায় এমন কিছু করেছেন যা দেখে হুঁশ উড়েছে নেটিজেনদের। আসলে ছেলেটি স্কুটি চালাচ্ছে এবং মেয়েটি রোমান্টিক কায়দায় তার কোলে উল্টো হয়ে বসে আছে। ঠিক যেন বলিউড সিনেমার সিন। তারা দুজনেই হেলমেট পরেননি। এই ভিডিওটি ইন্টারনেটে আসতেই ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটি @Siachaturvedi2 টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওটি ভাইরাল হতেই নিন্দা করেছেন নেটিজেনরা।
UP: In Lucknow's busiest area Hazratganj, two youngsters seen on a bike during the Road Safety Week!@Uppolice @uptrafficpolice @lkopolice pic.twitter.com/h5wXrclcg3
— सिया चतुर्वेदी (@Siachaturvedi2) January 18, 2023