সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।
স্কুলজীবন যেকোনো মানুষের কাছেই স্বর্ণযুগ। এই জীবনের সুখ যে না পেয়েছে, তার জীবন অসম্পূর্ণই রয়ে গিয়েছে। তবে বর্তমানের প্রগতিশীল সমাজে ফোন ও সোশ্যাল মিডিয়া এক বিরাট বিপ্লব এনে দিয়েছে। আর সেই বিপ্লবে সামিল হয়েছে ছোট থেকে বড় সকলেই। আর তার এক বা একাধিক ঝলক মিলবে সোশ্যাল মিডিয়াতেই। এই মুহূর্তে দুই স্কুলপড়ুয়ার ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া মিলছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই। উল্লেখ্য, সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘রিশি’ নামের একটি ইনস্টা পেজ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
এই ঝলকে দুই স্কুলপড়ুয়াকে স্কুল থেকে ফেরার সময়ই মাঝরাস্তায় উদ্দাম নাচতে দেখা গিয়েছে। এদিন স্কুল পোশাকে পিঠে ব্যাগ নিয়েই রীতিমতো দক্ষতার সাথে নাচতে দেখা গিয়েছে তাদের। গলির মধ্যেই কোনো এক বন্ধুর সহায়তায় এই ভিডিওটি বানিয়েছিল তারা। এই মুহূর্তে তাদের সেই ঝলকই দৃষ্টি আকর্ষণ করেছে একাংশের। এই ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এই পড়ুয়াদের মন দিয়ে পড়াশোনা করতে বলেছে। আবার কেউ প্রশংসায় ভরিয়ে দিয়েছে তাদের। তবে এই দুই পড়ুয়া যে যথেষ্ট ভালোভাবেই নেচেছে, তা মানছেন অনেকেই।