Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Watch Video: মাঠে বিরাট কোহলি, আর্শদীপ সিংহের ‘ভাংড়া’ নাচ, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই ভিডিও

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় খেলোয়াড়রা উৎসবে গা ভাসিয়েছে গোটা দেশ। ভারতীয় খেলোয়াড়রাও মাঠের মধ্যে শুরু করে দিয়েছিলেন উদযাপন। ভারতীয় দলের সেলিব্রেশনে যোগ দেন রিঙ্কু সিং-ও। ভারতীয় ক্রিকেটারদের সেই নাচের…

Avatar

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় খেলোয়াড়রা উৎসবে গা ভাসিয়েছে গোটা দেশ। ভারতীয় খেলোয়াড়রাও মাঠের মধ্যে শুরু করে দিয়েছিলেন উদযাপন। ভারতীয় দলের সেলিব্রেশনে যোগ দেন রিঙ্কু সিং-ও। ভারতীয় ক্রিকেটারদের সেই নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সূর্যকুমার যাদব অসাধারণ ক্যাচ নিয়ে ভারতের জয়ের ভিত গড়ে দেন

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়েছিল ভারতীয় দল। ভারতের জয়ে বিরাট কোহলি ৭৬ রানের ইনিংস খেলেন। পরে, দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়া দুর্দান্ত বোলিং করে ভারতকে জয় এনে দেন। একই সঙ্গে সূর্যকুমার যাদব অসাধারণ এক ক্যাচ নিয়ে ভারতের জয়ের ভিত গড়ে দেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও হয়েছে

জয়ের পর ভারতীয় খেলোয়াড়রা তা উদযাপন করেন তুমুল আনন্দের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি, আর্শদীপ সিং ভাংড়া নাচের মাধ্যমে জয় উদযাপন করেছন। কোহলি ও আর্শদীপের সঙ্গে ‘ভাংড়া’ করছেন রিঙ্কু সিংও। ভক্তরা এই ভিডিওটি খুব পছন্দ করছেন এবং নিজেদের ওয়ালে শেয়ারও করছেন দেদার।

গত বছর ওডিআই বিশ্বকাপ জয়ের সুযোগ ছিল

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত এবং ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার আইসিসি শিরোপা জিতেছিল ভারত। এরপর গত বছর ওডিআই বিশ্বকাপ জয়ের সুযোগ ছিল দলের সামনে। ফাইনাল উঠেও হাতছাড়া হয়েছিল ট্রফি। কিন্তু এবার আর নয়। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জয়।

এক সময় পঞ্চম ওভারে মাত্র ৩৪ রানে তিন উইকেট হারিয়েছিল ভারত। এরপর অক্ষর (৩১ বলে ৪৭ রান) ও কোহলি (৫৯ বলে ৭৬ রান) দলকে সংকট থেকে বের করে আনেন। জবাবে হেনরিখ ক্লাসেন (২৭ বলে ৫২) দক্ষিণ আফ্রিকাকে এক সময় জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন, কিন্তু ভারত এদিন বলেছে শেষ কথা।

About Author