সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে এক মহিলাকে রুটি বানাতে বানাতে কিশোর কুমারের ‘সাওয়ান ভাদো’ গানটি গাইতে শোনা গিয়েছে। নিজের মেয়ের অনুরোধেই এদিন গানটি গিয়েছিলেন তিনি। ভিডিওতে শোনা গিয়েছে তার মেয়ে তাকে অনুরোধ করছে গান গাওয়ার জন্য। তার অনুরোধ রেখেই এদিন এই গানটি গেয়েছিলেন তিনি। আর সেই মুহূর্তই ক্যামেরাবন্দি করেছিল তার মেয়ে। নিঃসন্দেহে বলা চলে, তিনি দুর্দান্ত সুরে গেয়েছেন গানটি। আর সেই ভিডিওই মুকেশ কুমার সিনহা শেয়ার করেছেন টুইটারে। এই মুহূর্তে তার সেই টুইট রিটুইট করে ঐ মহিলাকে ছবিতে গান গাওয়ার বড় অফার দিলেন স্বয়ং সনু সুদ, যা খুব স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি মিডিয়ার। আর সেই সূত্রেই আপাতত মিডিয়ার পাতায় এই মহিলার পাশাপাশি চর্চিত অভিনেতাও। এখন এটাই দেখার অভিনেতার এই প্রচেষ্টা কতটা সফল হয়!इससे सुरीला सम्भव है क्या, एक मां बेटी की इच्छा पर गा रही है 😊 pic.twitter.com/2nm3Yfzccm
— Mukesh Kumar Sinha (@Tweetmukesh) January 27, 2023
VIDEO: রুটি বানাতে গিয়ে কিশোর কুমারের সুপারহিট গান গাইলেন এই মহিলা, ছবির অফার দিলেন সোনু সুদ
সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। পাশাপাশি আজকের প্রজন্মের কাছে এটি তাদের উপার্জনেরও একটি উপায়। এই সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন একাধিক ভিডিও কিংবা ছবি ভাইরাল হতে দেখা…

আরও পড়ুন