বাড়ির আগে ঘন জঙ্গলে দুটো সাপের লড়াই দেখে প্রায়শই শিউরে ওঠার মতন ঘটনা। একটা সাপ আরেকটা সাপ কে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে গোগ্রাসে গিলে ফেলতে চাইছে। প্রথমে জাপ্টে ধরে দমবন্ধ করে মারা, তারপরে মুখ থেকে গিলে ফেলা।
পুরো ঘটনাটাই একটা ভয়ঙ্কর ভিডিওর রূপ নিতে চলেছে। আসলে এখানে চলছে টিঁকে থাকার লড়াই, অস্তিত্বের লড়াই। আসলে সমাজে থাকতে গেলে লড়াই করেই বেঁচে থাকতে হয়। অন্তত প্রাণীরা সেটাই বুঝিয়ে দিয়েছে। একজনের মৃত্যু না হলে অন্যজন কখনই সেই জায়গা পাবেনা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভিডিওটি সোশ্যাল মিডিয়া দেওয়ার সাথে সাথেই রীতিমত ভাইরাল হয়ে গেছে আর হবে নাই বা কেন এমন ভয়ঙ্কর শিউরে ওঠার মতন ঘটনা তো মানুষ দেখবেই।