Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কিং কোবরাকে জল দিয়ে স্নান করালেন এক যুবক, দেখুন ভাইরাল ভিডিও

যত দিন যাচ্ছে সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা, ফলে গরমে নাজেহাল অবস্থা মানুষ থেকে পশু-প্রাণীর। এই পরিস্থিতিতে ঠান্ডা জলে স্নান খুবই আরামদায়ক। তবে এবার স্নান করতে উঠোনে হাজির স্বয়ং কিং…

Avatar

যত দিন যাচ্ছে সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা, ফলে গরমে নাজেহাল অবস্থা মানুষ থেকে পশু-প্রাণীর। এই পরিস্থিতিতে ঠান্ডা জলে স্নান খুবই আরামদায়ক। তবে এবার স্নান করতে উঠোনে হাজির স্বয়ং কিং কোবরা। হ্যাঁ, এমনই একটি রোমহষর্ক ভিডিও ভাইরাল হয়েছে ট্যুইটারে।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা শেয়ার করেছেন সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে বালতিতে কল থেকে জল ভরছেন এক যুবক আর পেছনে ফণা তুলে করে দাঁড়িয়ে বিরাট আকৃতির কিং কোবরা। বালতি ভর্তি জল নিয়ে ফণার উপর থেকে সারা শরীরে ঢেলে দিচ্ছেন সেই যুবক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অদ্ভুতভাবে কোনো বিরক্তি ছাড়াই সাপটি দাঁড়িয়ে রয়েছে। হয়তো গরম থেকে মুক্তি পেতেই চুপ করে রয়েছে সে। তবে ভিডিওর যুবক যে সাপ সম্পর্কে যথেষ্ট প্রশিক্ষিত তা তার অঙ্গভঙ্গিতেই বোঝা যাচ্ছে। ভিডিওটির ক্যাপশনে ওই অফিসার লিখেছেন, “গরমের সময়। এমন সুন্দর স্নান পছন্দ না করার মতো কেউ নেই। বিপজ্জনক হতে পারে। বাড়িতে এমন চেষ্টা করবেন না।” ভিডিওটি পোস্ট হতেই মুহুর্তে ভাইরাল হয়ে যায় সেটি। এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই অবাক নেট দুনিয়া।

About Author