Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেখুন কান্ড! ঠাকুরমশাইকে ধরে টানাটানি এক মহিলার, দেখুন ভাইরাল ভিডিও

কথাতেই আছে, বাঙালির বারো মাসে তেরো পার্বন। তার মধ্যে একটি এই মাঘ মাসের শ্রীপঞ্চমী, যেদিন বাগদেবীর আরাধনা করা হয়। তবে মুশকিল হল, এখন পুজো করাতে গিয়ে পুরোহিত খোঁজা বেশ যুদ্ধের…

Avatar

কথাতেই আছে, বাঙালির বারো মাসে তেরো পার্বন। তার মধ্যে একটি এই মাঘ মাসের শ্রীপঞ্চমী, যেদিন বাগদেবীর আরাধনা করা হয়। তবে মুশকিল হল, এখন পুজো করাতে গিয়ে পুরোহিত খোঁজা বেশ যুদ্ধের ব্যাপার। পুজো করানোয় ব্রাহ্মনের তাগিদে কম বেশি কাঠ খড় পোড়াতে হয় সকলকেই।

তবে এ যেন একটু বেশিই বাড়াবাড়ি। পুজো করার ব্রাহ্মন না পেয়ে একী করলেন সকলে! অবাক কান্ড দেখুন, এক ক্লাবে সরস্বতী পুজোর পুরোহিতকে একপ্রকার ধরে বেঁধে তবেই পুজোয় বসানো গেল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ব্রাহ্মনের আকালে জর্জরিত ক্লাবের সকল সদস্য সহ পাড়ার লোকজনেরাও এই পুরোহিতকে পেয়ে ঘিরে ধরেন। পুরুত ঠাকুর অবশ্য পুজো করতে নারাজ, তিনি পালানোর পথ খুঁজছেন। তবে ক্লাব কমিটিও হার মানেননি। একপ্রকার তুলে নিয়ে গিয়েই পুরোহিতকে ঢোকানো হল ক্লাবে।

সকলের জোরাজুরিতে নাস্তানাবুদ হয়ে অবশেষে পুজোয় বসলেন সেই পুরোহিত। দুপক্ষের এই চুলোচুলির ভিডিও ফেসবুকে আপলোড হতে না হতেই ভাইরালের লিস্টে। ভিডিও দেখে হেসে গড়িয়ে পড়ছেন সকলেই। আপনিও দেখে নিন সেই মজাদার ভিডিওটি।

About Author