Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টা স্ত্রী গৌরীর জন্যেই, ভাইরাল শাহরুখের পুরনো সাক্ষাৎকারের ভিডিয়ো

বলিউডে পাকাপাকিভাবে জায়গা করে নেওয়ার অনেক আগেই গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন শাহরুখ খান। প্রথম দর্শনেই হয় প্রেম। তখন কিং খানের বয়স ছিল ১৮, এদিকে গৌরী তখন ১৪। দিল্লির এক…

Avatar

বলিউডে পাকাপাকিভাবে জায়গা করে নেওয়ার অনেক আগেই গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন শাহরুখ খান। প্রথম দর্শনেই হয় প্রেম। তখন কিং খানের বয়স ছিল ১৮, এদিকে গৌরী তখন ১৪। দিল্লির এক ক্লাবে শাহরুখ প্রথম দেখেন গৌরীকে। ব্যাস, মনে মনে মন দিয়ে দেন বলিউডের বাদশা। সেইসময় একটি ছেলের সঙ্গে পার্টিতে নাচছিলেন গৌরী। লাজুক শাহরুখ তখন গৌরীকে নাচের প্রপোসাল দিয়ে উঠতে পারেননি, অবশেষ নাচ করতে চাইলে গৌরী জানান এটি তাঁর বয়ফ্রেন্ড। কিন্তু আদপে গৌরী সেদিন নাচ করছিলেন তাঁর দাদার সঙ্গে। পরে যখন শাহরুখ বিষটি জানতে পারেন, তিনি নাকি গৌরীকে বলেছিলেন, ‘মুঝে ভি আপনা ভাই সামঝো’। এরপর অনেক উত্থান পতনের পর শেষে ১৯৯১ সালের ২৫ অক্টোবর গৌরীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন শাহরুখ খান।

২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টা স্ত্রী গৌরীর জন্যেই, ভাইরাল শাহরুখের পুরনো সাক্ষাৎকারের ভিডিয়ো

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১৯৯২ সালে একটি ম্যাগাজিনের সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন যে আমার কাছে আমার স্ত্রী সবার আগে..যদি কোনদিনও কেউ আমাকে গৌরী এবং নিজের কেরিয়ারে মধ্যে একটা বেছে নিতে বলে আমি এক মিনিটও না ভেবে গৌরীকেই বেছে নেব। এবারে ভাইরাল হল সেই ভিডিও যেখানে শাহরুখ জানান ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টা স্ত্রী গৌরীর জন্যেই বাকি ৮ ঘণ্টা কাজ। দেখুন সেই পুরনো ভাইরাল ভিডিও।

About Author