আজকালকার দিনে হরিয়ানার ডান্স শো সারা ভারতে জনপ্রিয়। এই সমস্ত শোয়ের তারকারাও সারা ভারতে নিজেদের পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছেন। এতদিন পর্যন্ত শুধুমাত্র হরিয়ানার দেশি ডান্স স্টাইলটাই ভারতে জনপ্রিয়তা পেয়েছিল। তবে এবারে আরো একটি নতুন ডান্স স্টাইল ভারতে নিজের নাম করতে শুরু করছে। আর সেটা হলো রাগনী স্টাইল। এটা একটা পাঞ্জাবি নাচের ধরন যা এখন হরিয়ানাতেও জনপ্রিয় হয়ে উঠেছে। হরিয়ানার অলিতে গলিতে আজকাল এই নাচের প্রতিযোগিতা আয়োজিত হয়। লাখ লাখ মানুষ প্রতিদিন এই নাচ দেখতে আসেন। আর তারই সাথে ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি এরকম একটি নাচের ভিডিও সারা ভারতে বেশ নাম করে নিয়েছে। মঞ্চের উপরে দাড়িয়ে এই নাচটি করেছেন রুবি যাদব নামের এক শিল্পী। এই শিল্পী শুধুমাত্র নিজের রাগনী নাচের জন্য না, নিজের হরিয়ানভি নাচের জন্যেও একইভাবে জনপ্রিয়। তবে, সোশ্যাল মিডিয়ায় এবারে তার একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে দেখা যাচ্ছে একটি ঘিয়ে রংয়ের সালওয়ার কামিজ পরে তিনি দুর্দান্ত নাচ করছেন। এই সালওয়ারের নেকলাইন খুব একটা গভীর না। ফলে, তিনি ক্লিভেজ শো করেননি এই নাচের সময়ে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভিডিওটিতে দেখা যাচ্ছে, এই নৃত্যশিল্পী হরিয়ানার জনপ্রিয় গান তু ভি সি বম্ব গানে করেছেন নাচ। ঠুমকা দিয়ে করেছেন তিনি নাচের শুরু। ঠোঁট এবং জিভ দিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছে তাকে এই ভিডিওতে। মাঝে আবার নাচ থামিয়ে কিছুক্ষণের জন্য চারপাশ দেখে নিলেন রুবি। সানি দেওল অভিনীত ইয়ারা ও ইয়ারা গানেও তিনি স্টেপ করলেন। সেই নাচে যদিও কিছুটা বলিউডের ছোঁয়া ছিলই। তবে যেরকমই হোক না কেনো, এই নাচের ভিডিও হয়েছে কিন্তু একেবারে সুপারহিট। সমস্ত ভিডিওকে একেবারে টপকে গিয়েছে এই ভিডিও। রংবেরংয়ের শতরঞ্চি পেতে বহু মানুষ তার নাচ দেখেছেন, যার মধ্যে যদিও অধিকাংশই পুরুষ। সকলেই নিজেদের মোবাইলে এই নাচ রেকর্ড করেছেন। সব মিলিয়ে এই পারফরমেন্স সকলেই বেশ ইনজয় করেছে বলা যেতে পারে।