Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মানুষকে তাড়া করল চিতা, সাহায্যের জন্য এগিয়ে এল পথ-কুকুর

লক ডাউনের জেরে আংশিক বন্ধ যান চলাচল। আর তারই মাঝে শহরের রাস্তায় দেখা গেলো চিতা বাঘকে। কয়েকজন মানুষকে ধাওয়া করে কুকুরের মুখে পড়েছে সেই চিতা বাঘটি। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে…

Avatar

লক ডাউনের জেরে আংশিক বন্ধ যান চলাচল। আর তারই মাঝে শহরের রাস্তায় দেখা গেলো চিতা বাঘকে। কয়েকজন মানুষকে ধাওয়া করে কুকুরের মুখে পড়েছে সেই চিতা বাঘটি। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের রাজেন্দ্রনগর অঞ্চলে। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কয়েকজন মানুষকে তাড়া করছে চিতাটি। তাঁরা প্রাণ ভয়ে সকলেই ট্রাকে উঠলেও একজন তখনও পুরো ট্রাকে উঠতে পারেননি। আর তাঁর পা ধরে ট্রাক থেকে নামিয়ে আনছিল চিতাটি। তখন সেখানে উপস্থিত হয় কয়েকটি কুকুরের দল।

এরপর চিতাটিকে ঘিরে ফেলে তাঁরা। কিছুক্ষণ পরে রণে ভঙ্গ দেয় তাঁরা। এরপর তাঁদের মধ্যে কোনো সংঘর্ষ বেধেছিল কিনা তা জানা যায়নি। এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতীয় বন পরিষেবা (আইএফএস) অফিসার পারভিন কাসওয়ান। সিসিটিভি ক্যামেরার তারিখ অনুযায়ী ভিডিওটি ১৪ই মে-এর। ওই আইএফএস অফিসার লিখেছেন, “চিতা ভার্সেস কুকুর। ভারতের কোনো একটি জায়গার তবে এই ঘটনা নতুন নয়। বন্য কুকুর চিতা বাঘকে পেলে ঘিরে ধরে ফেলে এবং চিতা কুকুরের মাংস খায়।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি আরও জানিয়েছেন, ভিডিওটি তিনি পেয়েছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই ভিডিও শেয়ার করতে তা মূহুর্তেই ভাইরাল হয়ে যায়। পরে জানা যায়, হায়দ্রাবাদের রাজেন্দ্রনগর অঞ্চলে একটি চিতাকে দেখা গিয়েছিল।

দেখে নিন, সেই ভিডিও।

About Author