সোশ্যাল মিডিয়া এমন একটি জায়গা যেখানে প্রতিদিন লাখো লাখো ভিডিও আপলোড হয়ে থাকে। অধিকাংশ ভিডিও এর মধ্যে হয় জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ার পরিভাষায় যাকে বলে ভাইরাল। এই ভাইরাল ভিডিওর মধ্যে যেমন রয়েছে নাচ গানের ভিডিও, তেমনি বাচ্চাদের কাণ্ডকারখানা এবং নানা পশু পাখির ভিডিও হয় একই রকম ভাবে ভাইরাল। এই সমস্ত ভিডিও দেখে কখনো ওঠে হাসির রোল, আবার কখনো ভাঙে হৃদয়। কোন কোন ভিডিও দেখে তেমনি ভয়ের উদ্রেক হয়। আর এবারে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও হল ভাইরাল যা দেখে রীতিমত প্রাণপাখি খাঁচা ছাড়া হওয়ার অবস্থা নেটিজেন্দের।
এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, একটি বিশাল আকৃতির অজগর সাপ সিঁড়ির রেলিং বেয়ে ওপরের দিকে উঠে আসছে। এই ভিডিওটি সোমবার আইএফএস অফিসার সুশান্ত নন্দা টুইটারে পোস্ট করেছেন এবং ভিডিও পোষ্টের সময় তিনি লিখেছেন, অনেকের ওপরে উঠতে সিঁড়ির প্রয়োজন হয় না। ৩২ সেকেন্ডের এই ভিডিও ক্লিপ নিয়ে ইতিমধ্যেই হৈচৈ পড়ে গিয়েছে নেট মাধ্যমে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই ভিডিওটি শেয়ার করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দশ হাজারের বেশি ভিউ হয়ে গিয়েছে। ৪০০র বেশি লাইক পড়েছে এই ভিডিওতে। একজন ইউজার লিখছেন, এই ভিডিও দেখে তিনি এতটাই ভয় পেয়ে গিয়েছেন যে পরবর্তীকালে কোন জায়গায় সিঁড়ি বেয়ে উঠতে গেলে হয়তো তিনি ভয় পাবেন। আবার অন্য একজন ব্যক্তি বলছেন, “যে ব্যক্তি ভিডিওটি শুট করেছিলেন তার সাহস আমি কল্পনা করতে পারছি না।” ভিডিওটিতে অজগরের আকার সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও টুইটার ব্যবহারকারীরা এটি যে কতটা বিশাল সেটা দেখে একেবারে চমকে গিয়েছেন।
To go up,
One doesn’t need a staircase every time ☺️☺️ pic.twitter.com/UIix7uby89— Susanta Nanda (@susantananda3) October 17, 2022