Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Hardik Pandya: শোনার অযোগ্য ভাষায় সতীর্থকে গালি দিলেন হার্দিক পান্ডিয়া! খ্যাতিই কি মাথা ঘুরিয়েছে পান্ডিয়ার?

শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জেতার পর একটি ম্যাচ হাতে রেখে লঙ্কানদের বিপক্ষে ওডিআই সিরিজ সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। গতকাল ইডেনের সবুজ গ্রাউন্ডে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ২-০…

Avatar

শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জেতার পর একটি ম্যাচ হাতে রেখে লঙ্কানদের বিপক্ষে ওডিআই সিরিজ সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। গতকাল ইডেনের সবুজ গ্রাউন্ডে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে রোহিত শর্মারা। ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান কে এল রাহুলের লম্বা ইনিংসে প্রথম সারির ব্যাটসম্যানদের চরম ব্যর্থতার পরেও ম্যাচ জিতে নেয় ভারত। তবে ম্যাচ জয়ের পর ভারতীয় দল যতটা প্রশংসা অর্জন করেছে, ঠিক তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন ভারতের এক তারকা ক্রিকেটার।

ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ব্যবহার রীতিমতো ক্ষুব্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। মাঠের মধ্যে তার অসভ্য আচরণের ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। গতকাল শ্রীলংকার ব্যাটিং ইনিংসের সময় ঘটনাটি ঘটে। যেখানে হার্দিক পান্ডিয়া তার তরুণ সতীর্থকে অসভ্য ভাষায় গালাগালি দিতে দেখা যায়। কয়েক সেকেন্ডের সেই ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল গণমাধ্যমে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আসলে ১১তম ওভারে হার্দিক পান্ডিয়া সীমানা লাইনে ফিল্ডিং করতে আসেন। সেই সময় রিজার্ভ বেঞ্চে বসে থাকা এক তরুণ ক্রিকেটারের কাছে জল চান তিনি। কোন কারণবশত ওই তরুণ ক্রিকেটার হার্দিক পান্ডিয়ারকে জল দিতে দেরি করলে শোনার অযোগ্য ভাষায় তাকে গালাগালি করতে শুরু করেন হার্দিক পান্ডিয়া। বিষয়টি নেট পাড়ায় ছড়িয়ে পড়তেই ক্রিকেট প্রেমীরা মনে করছেন, অতিরিক্ত ক্ষমতার কারণে নিজের ব্যবহার ভুলে গেছেন হার্দিক পান্ডিয়া।
Hardik Pandya: শোনার অযোগ্য ভাষায় সতীর্থকে গালি দিলেন হার্দিক পান্ডিয়া! খ্যাতিই কি মাথা ঘুরিয়েছে পান্ডিয়ার?

আইপিএল ২০২২-এ তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। সেই বছর ব্যাটে-বলে অনবদ্য পারফরমেন্সের কারণে জাতীয় দল নির্বাচকদের সূদৃষ্টিতে পড়েন তিনি। এরপর ভারতের সংক্ষিপ্ত জন্য ওভারের ক্রিকেটে তাকে অধিনায়ক নিযুক্ত করে বিসিসিআই। এমনকি ওডিআই ক্রিকেটেও সহ অধিনায়ক হিসেবে তাকে দায়িত্ব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অল্প সময়ের মধ্যে তার হাতে এতো ক্ষমতা তুলে দেওয়ার কারনে আতিশয্যে নিজের ব্যবহার ভুলে গেছেন পান্ডিয়া, এমনটাই মনে করছেন ক্রিকেট প্রেমিরা।

About Author