ভিডিওটি হাজার হাজার ভিউ পেয়েছে। সেই সঙ্গে এই ভিডিওতে অনেকের মন্তব্যও দেখা যাচ্ছে। একজন ব্যবহারকারী লিখেছেন- হাতি আসলে সবার সঙ্গী। আরেকজন মন্তব্য করেছেন, ‘এর চেয়ে মিষ্টি হাতি আমি আর দেখিনি।’ কেউ বা বলেছেন যে জীব জন্তুকে খাঁচা থেকে মুক্ত করা দরকার।He is confined. But not his spirits & compassion 😊😊 Returns the shoe of a child which accidentally fell in its enclosure. (Free wild from cages) pic.twitter.com/odJyfIjM9Y
— Susanta Nanda (@susantananda3) September 28, 2023
রেলিংয়ের ধারে থাকা বাচ্চার দিকে এগিয়ে গেল হাতির পেল্লাই শুঁড়, হইহই করে উঠলেন সবাই
খুব সুন্দর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি চিড়িয়াখানার খাঁচার ভেতরে একটি হাতি দাঁড়িয়ে রয়েছে। তারপর দেখা যায় সে তার শুঁড় দিয়ে পাকিয়ে কিছু একটা…

আরও পড়ুন