Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভগবান শিবের ভক্ত, ‘বাহুবলী’র গান গেয়ে ফেসবুকে ভাইরাল হল এই যুবক

কৌশিক পোল্ল্যে: তিনিই আদি, তিনি অন্তত, মহাকালের সৃষ্টিকর্তা, গোটা বিশ্বের ধারক। হিন্দু শাস্ত্রমতে তিনিই দেবাদিদেব মহাদেব। বাঘছাল পরিহিত, ত্রিশূলপানি, জটাধারী এই দেবতা হিন্দু পুরান লিখিত হবার সময় থেকেই এদেশে পূজিত…

Avatar

কৌশিক পোল্ল্যে: তিনিই আদি, তিনি অন্তত, মহাকালের সৃষ্টিকর্তা, গোটা বিশ্বের ধারক। হিন্দু শাস্ত্রমতে তিনিই দেবাদিদেব মহাদেব। বাঘছাল পরিহিত, ত্রিশূলপানি, জটাধারী এই দেবতা হিন্দু পুরান লিখিত হবার সময় থেকেই এদেশে পূজিত হয়ে আসছেন। আজ ভগবান শিবের কথা কোন প্রসঙ্গে তুলছি নিশ্চই মনে প্রশ্ন জাগছে? তাহলে জানিয়ে রাখি এই সোমবারের দিনটিতেই ভগবান শিবের বিশেষ পূজা করা হয়। আর এখন আপনাদেরকে যার কথা বলব সেই যুবক মহাদেবের স্তোত্র পাঠ করেই ফেসবুকে ভাইরাল হলেন।

আপনার হয়তো মনে আছে, ‘বাহুবলী-দ্য বিগিনিং’ সিনেমাটিতে ভগবান শিবকে সারাক্ষন স্নান করানোর উদ্দেশ্যে অভিনেতা প্রভাস কাঁধের উপর শিবলিঙ্গকে তুলে নিয়ে ঝর্নার সামনে প্রতিষ্ঠা করেন। সেই সময় ভগবান শিবের সংস্কৃত স্তোত্রপাঠের সঙ্গে সঙ্গে বাজছিল একটি গান, ‘কোন হে উয়ো, কোন হে উয়ো, কাহা সে উয়ো আয়া?” এই গানটিই নতুনরূপে গেয়ে ফেসবুকে ভাইরাল হলেন এই যুবক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সিনেমার মতোই গায়কীতে তার সুন্দর উপস্থাপন মন কেড়েছে নেটিজেনদের। ফোনের মাধ্যমেই তানপুরার সুর বাজিয়ে সে অনর্গল গেয়ে চলেছে এই গানটি। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ ও পেজে ঘুরছে এই গান। তার প্রশংসায় পঞ্চমুখ সকলেই। যদিও তার পরিচয় সম্বন্ধে স্পষ্ট কিছু জানা সম্ভব হয়নি। তবে তার গানের প্রতিভা সর্বসম্মুখে উন্মুক্ত হল ভগবান শিবের স্তোত্র দিয়ে এই বা কম কি! ভাইরাল যুবকটির অপূর্ব সেই গান শুতে নিতে নীচের ভিডিওটি অবশ্যই দেখুন।

About Author