Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

VIRAL: মাঝ রাস্তায় একসাথে ১০টা নাগিনের সঙ্গে রোম্যান্স করছে একটা কিং কোবরা, লোকেরা বলল – ‘ইমরান হাশমিও এতটা রোম্যান্টিক নয়’

প্রাণীদের প্রতি মানুষের যত বেশি ভালবাসা, তার থেকেও ভয় ততই বেশি। সাপ যেই প্রজাতিরই হোক না কেন, মানুষ সাপকে ভয় পায়। শত শত প্রজাতির সাপ থাকলেও সবার কিন্তু বিষ নেই।…

Avatar

প্রাণীদের প্রতি মানুষের যত বেশি ভালবাসা, তার থেকেও ভয় ততই বেশি। সাপ যেই প্রজাতিরই হোক না কেন, মানুষ সাপকে ভয় পায়। শত শত প্রজাতির সাপ থাকলেও সবার কিন্তু বিষ নেই। তবুও, বিষ থাক বা না থাক, সাপের ব্যাপারে সবাই একটু সতর্ক থাকার কথাই চিন্তা করে। কিং কোবরা নিয়ে কথা বললে কার্যত প্রাণ গলায় চলে আসে। যদি কোন বড় কিং কোবরা যাওয়ার পথে চলে আসে, তাহলে হয়তো একজন শক্তিশালী মানুষই তার সামনে দাঁড়াতে পারে এবং তার কবল থেকে বেঁচে ফিরতে পারে। কোবরাকে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলির মধ্যে একটি হিসাবে গণনা করা হয়। সাপটি খুবই আক্রমণাত্মকও বটে। কিং কোবরার ছোবলে মৃত্যুর সংখ্যাও বেশি হওয়ার কারণে এর নামটি খুব ভয়ঙ্কর শোনায়। তবে এই সাপ যেমন শান্ত তেমনি কিন্তু খুবই আক্রমণাত্মক।

সাপকে কে ভয় পায় না! দূর থেকে দেখলেও কেমন যেনো প্রাণ কেঁপে ওঠে। কিন্তু, আপনি একবার ভাবুন তো যদি আপনি একদল সাপকে মাঝ রাস্তায় রোম্যান্স করতে দেখেন তাহলে আপনার কি হবে। এরকমই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কিং কোবরা সাপ ১০ টি নাগিনের সঙ্গে একসাথে রোম্যান্স করছে তাও আবার একেবারে রাস্তার মাঝখানে। সেই রাস্তায় দুর দুর অবধি কোনো মানুষ আসতে পারছেন না। এমনকি যে ব্যক্তি তাদের ভিডিও করার চেষ্টা করছেন, তাকে দেখেও ছোবল মারছে ওই কিং কোবরা। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় অনেকের আকর্ষণ পেতে পেরেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সোশ্যাল মিডিয়ায় এখন এই ভিডিও নিয়ে অনেকেই কথা বলছেন। অনেকে আবার এই কিং কোবরাকে একদম ইমরান হাশমির সঙ্গেই তুলনা করছেন। অনেকে বলছেন, এই সাপ নাকি ইমরান হাশমির থেকেও বেশি রোম্যান্টিক। তবে যাই হোক এখন ইন্টারনেটে এই ভিডিওটি বেশ ভাইরাল।

About Author